সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৫
General Awareness MCQ – Set 65
১৮৪১. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়
(A) মুম্বাইকে
(B) আহমেদাবাদকে
(C) কানপুরকে
(D) লখনৌকে
১৮৪২. “ভারতের জীবনরেখা” বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে ?
(A) রেলপথ
(B) জলপথ
(C) স্থলপথ
(D) সড়কপথ
১৮৪৩. কাবেরী নদীর ডানতীরের উপনদী হলো
(A) সীমসা
(B) অমরাবতী
(C) ঘাটপ্রভা
(D) হেমাবতী
১৮৪৪. সুস্থায়ী উন্নয়নের সাথে সম্পর্কিত কমিশন হলো
(A) ব্রুটল্যান্ড কমিশন
(B) কোঠারী কমিশন
(C) হান্টার কমিশন
(D) মন্ট্রিয়েল চুক্তি
১৮৪৫. “আবোল তাবোল” কার রচনা ?
(A) সুকুমার রায়
(B) মদুসূদন দত্ত
(C) স্বামী বিবেকানন্দ
(D) সত্যজিৎ রায়
১৮৪৬. বিধবা বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে ?
(A) ১৮২৯
(B) ১৮৫৭
(C) ১৮৫৬
(D) ১৮৩৩
১৮৪৭. বিশ্ব পিতামাতা দিবস কোন তারিখে পালন করা হয় ?
(A) জুন ১০
(B) জুন ১
(C) এপ্রিল ২২
(D) মে ৩০
১৮৪৮. বায়ুতে শব্দের গতিবেগ হলো
(A) ৩৩১ মিটার / সেকেন্ড
(B) ২২০ মিটার / সেকেন্ড
(C) ১১০ মিটার / সেকেন্ড
(D) ২৩২ মিটার / সেকেন্ড
১৮৪৯. মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হলো
(A) ২৮০ K
(B) ৩০০ K
(C) ২৯০ K
(D) ৩১০ K
১৮৫০. আলো হলো
(A) Transverse Wave ( অনুপ্রস্থ তরঙ্গ )
(B) Longitudinal Wave ( অনুদর্ঘ তরঙ্গ )
(C) দুটোই
(D) কোনোটিই নয়
To check our latest Posts - Click Here
PDF Kore 25 ta Kore practice set din