ইতিহাস MCQ – সেট ৪৬ – আধুনিক ভারত
History MCQ – Set 46 – Modern India
১৮০১. ১৯৫৩ সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন
(A) সুভাষচন্দ্র বসু
(B) জওহরলাল নেহেরু
(C) মতিলাল নেহেরু
(D) ড: আম্বেদকর
১৮০২. সত্যজিৎ রায়কে ‘অস্কার’ প্রদান করা হয়
(A) ১৯৯০ খ্রিস্টাব্দে
(B) ১৯৯১ খ্রিস্টাব্দে
(C) ১৯৯২ খ্রিস্টাব্দে
(D) ১৯৯৩ খ্রিস্টাব্দে
১৮০৩. “নর্মদা বাঁচাও” আন্দোলনের নেত্রী ছিলেন
(A) মেধা পাটেকার
(B) অরুন্ধতী রায়
(C) মহাস্বেতা দেবী
(D) মানেকা গান্ধী
১৮০৪. “হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
(A) রসিককৃষ্ণ মল্লিক
(B) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(C) গিরিশচন্দ্র ঘোষ
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮০৫. রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন
(A) মজনু শাহ
(B) দিগম্বর বিশ্বাস
(C) নুরুলউদ্দিন
(D) রামরতন মল্লিক
১৮০৬. মহেশলাল দত্ত, যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন, তিনি ছিলেন
(A) জমিদার
(B) মহাজন
(C) দারোগা
(D) সেনানায়ক
১৮০৭. মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন ?
(A) ডারবি
(B) ডিসরেইলী
(C) গ্লাডস্টোন
(D) লর্ড ক্যানিং
১৮০৮. ভারতসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতার
(A) ডিরোজিও হলে
(B) এলবার্ট হলে
(C) টাউন হলে
(D) বেকার হলে
১৮০৯. নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর “গোরা” উপন্যাসটি রচনা করেন ?
(A) বঙ্গভঙ্গ
(B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
(C) অসহযোগ আন্দোলন
(D) আইন অমান্য আন্দোলন
১৮১০. বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন
(A) রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) স্বামী বিবেকানন্দ
(D) কেশবচন্দ্র সেন
To check our latest Posts - Click Here
Nice Education Blog