সাম্প্রতিকী ২০১৯ – জুন মাস

১০১. IIT কানপুর সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে ?
(A) মিলখা সিং
(B) প্রকাশ পাডুকোন
(C) পুললেলা গোপীচাঁদ
(D) শচীন টেন্ডুলকার
১০২. কোন রাজ্য সরকার বৈদিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে ?
(A) হিমাচল প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) ঝাড়খণ্ড
১০৩. ২০১৯ সালের সিঙ্গি খাব্বাস সিন্ধু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
(A) সিকিম
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরাখন্ড
(D) জম্মু ও কাশ্মীর
১০৪. RAW – এর বর্তমান চিফ কে ?
(A) সঞ্জীব ত্রিপাঠি
(B) সামন্ত কুমার গোয়েল
(C) এ এস দুলাট
(D) বিক্রম সুদ
১০৫. Federation of Indian Export Organisations (FIEO) -এর নতুন প্রেসিডেন্ট কে ?
(A) যতীন্দ্র মারলকার
(B) সারদা শর্মা
(C) শরদ কুমার সারাফ
(D) গণেশ কুমার গুপ্ত
১০৬. ভারত থেকে TB রোগ দূর করার জন্য ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সাথে ৪০০ মিনিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ?
(A) বিশ্ব ব্যাংক
(B) ADB
(C) AIIB
(D) নতুন উন্নয়ন ব্যাংক
১০৭. আন্তর্জাতিক যোগ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ১৭ই জুন
(B) ২১শে জুন
(C) ২৩শে জুন
(D) ২৫শে জুন
২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।
১০৮. ২০১৯ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল ?
(A) Yoga for Health
(B) Yoga for Peace
(C) Yoga for Climate Action
(D) Yoga for Harmony and Peace
১০৯. তেলঙ্গানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?
(A) ভি রামসুবরামানী
(B) এ খুরেশি
(C) টি বি রাধাকৃষ্ণন
(D) রাঘবেন্দ্র সিং চৌহান
১১০. ২০১৯ সালের পুরুষের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন ?
(A) পঙ্কজ আদবানি
(B) আদিত্য মেহতা
(C) মানান চন্দ্র
(D) লাকি ভাটনানি
১১১. শরবত সেহাত বীমা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করলো ?
(A) হরিয়ানা
(B) হিমাচল প্রদেশ
(C) পাঞ্জাব
(D) উত্তরাখন্ড
এই নোটটি PDF ফরম্যাটে পেতে নিচের download -এ ক্লিক করুন
এই নোটটির এক লাইনের সংক্ষিপ্ত নোট পেতে নিচের download -এ ক্লিক করুন
To check our latest Posts - Click Here
sir don’t show ans..
pliz I need ans those r quction