ভূগোল MCQ – সেট ৩৪
Geography MCQ – Set 34
১৭৯১. ভারতের বৃহত্তম উপহ্রদ হল
(A) কোলেরু
(B) চিল্কা
(C) ভেম্বানাদ কয়াল
(D) পুলিকট
১৭৯২. রেগুর দেখা যায়
(A) গাঙ্গেয় সমভূমিতে
(B) দাক্ষিণাত্য মালভূমিতে
(C) মরু অঞ্চলে
(D) সুন্দরবনে
১৭৯৩. একটি বাগিচা ফসলের উদাহরণ হল
(A) ধান
(B) গম
(C) কফি
(D) পাট
১৭৯৪. “উন্নয়নের জীবনরেখা” বলা হয়
(A) রেলপথকে
(B) জলপথকে
(C) স্থলপথকে
(D) বিমানপথকে
১৭৯৫. উপত্যকা হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে ?
(A) ক্রেভাস
(B) বার্গস্রুন্ড
(C) হিমদ্রোণী
(D) রান্ডক্যাফল্ট
১৭৯৬. সাহারার প্রস্তরময় মরুভূমিকে কি বলে
(A) রেগ
(B) রিগ
(C) হামাদা
(D) গিবার্স
১৭৯৭. মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ?
(A) মেসোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) স্ট্রাটোস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার
১৭৯৮. স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয়
(A) জল দূষণ নিয়ন্ত্রণে
(B) বায়ু দূষণ নিয়ন্ত্রণে
(C) মৃত্তিকা দূষণ
(D) শব্দ দূষণ নিয়ন্ত্রণে
১৭৯৯. ঋতু অনুযায়ী সমুদ্রস্রোতের দিক পরিবর্তন দেখা যায়
(A) প্রশান্ত মহাসাগরে
(B) আটলান্টিক মহাসাগরে
(C) ভারত মহাসাগরে
(D) সুমেরু মহাসাগরে
১৮০০. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটি হল
(A) পলি মাটি
(B) লোহিত মাটি
(C) কৃষ্ণ মাটি
(D) ল্যাটেরাইট মাটি
To check our latest Posts - Click Here