বিজ্ঞান MCQ – সেট ৩৮ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 38 – Biology
১৭৬১. মিলার ও উরে তাঁদের পরীক্ষায় কি প্রস্তুত করতে সক্ষম হন ?
(A) প্রোটিন
(B) অ্যামাইনো অ্যাসিড
(C) ভিটামিন
(D) উৎসেচক
১৭৬২. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হলো
(A) ইক্যুয়াস
(B) ইউহিপ্পাস
(C) মেসোহিপ্পাস
(D) মেরিচিপ্পাস
১৭৬৩. নিচের কোনটি ডি-নাইট্রিফাইং অণুজীব ?
(A) নাইট্রো ব্যাকটর
(B) অ্যাজোটো ব্যাকটর
(C) অ্যানাবিনা
(D) সিউডোমোনাস
১৭৬৪. সুন্দাল্যান্ড জীববৈচিত্র হটস্পট কোথায় অবস্থিত ?
(A) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ
(B) নিকোবর, সুমাত্রা ও জাভা দ্বীপ
(C) সিকিম ও তরাই অঞ্চল
(D) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল
১৭৬৫. নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় ?
(A) সূর্যমুখী ফুলে
(B) টিউলিপ ফুলে
(C) লজ্জাবতীর পাতায়
(D) সুন্দরী গাছের শ্বাসমূলে
১৭৬৬. নিচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশগ্রহণ করে ?
(A) STH
(B) ACTH
(C) GTH
(D) থাইরক্সিন
১৭৬৭. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা হল
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) এনাফেজ
(D) টেলোফেজ
১৭৬৮. একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক তা নির্ধারণ করো
(A) সকল কন্যা বর্ণান্ধ হবে
(B) ২৫% পুত্রসন্তান স্বাভাবিক ও ২৫% পুত্র সন্তান বর্ণান্ধ
(C) সকল পুত্র স্বাভাবিক
(D) সকল কন্যা স্বাভাবিক
১৭৬৯. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত ?
(A) ১০০%
(B) ২৫%
(C) ৫০%
(D) ৭৫%
১৭৭০. “Preservation of Favoured Races in the Struggle for Life” – কার রচনা ?
(A) হার্বার্ট স্পেন্সার
(B) ওয়ালেস
(C) চার্লস ডারউইন
(D) ল্যামার্ক
To check our latest Posts - Click Here