ভূগোল MCQ – সেট ৩৩
Geography MCQ – Set 33
১৭৪১. হিমবাহ উপত্যকার আকৃতি
(A) U
(B) V
(C) M
(D) I
১৭৪২. ভূবৈচিত্রসূচক মানচিত্রে নদী বোঝাতে কি রং ব্যবহার করা হয় ?
(A) নীল
(B) লাল
(C) হলুদ
(D) সবুজ
১৭৪৩. একটি চ্যুতি গঠিত জলপ্রপাতের উদাহরণ হল
(A) নায়াগ্রা
(B) ভিক্টোরিয়া
(C) হুড্রু
(D) এঞ্জেল
১৭৪৪. তুরস্কের “মিয়েন্ড্রস” নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্টের নামকরণ করা হয়েছে, তা হল
(A) নদীবাঁক
(B) নদীদ্বীপ
(C) ক্যানিয়ন
(D) স্বাভাবিক বাঁধ
১৭৪৫. বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুন:প্রেরিত হয় যে স্তর থেকে
(A) মেসোস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) এক্সওস্ফিয়ার
(D) আয়নোস্ফিয়ার
১৭৪৬. ঝড়ের চক্ষু ( Eye of the Storm ) দেখা যায়
(A) ব্যারোট্রপিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে
(B) ব্যারোক্লিনিক সীমান্তযুক্ত ঘূর্ণবাতে
(C) ক্রান্তীয় ঘূর্ণবাতে
(D) অক্লুডেড সীমান্তে
১৭৪৭. আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত হল
(A) সোমালি স্রোত
(B) ক্যালিফোর্নিয়া স্রোত
(C) ক্যানারী স্রোত
(D) উত্তর আটলান্টিক স্রোত
১৭৪৮. একটি জোয়ার ও তার পরবর্তী ভাঁটার মধ্যে সময়ের ব্যবধান হলো প্রায়
(A) ২৪ ঘন্টা ও ৫২ মিনিট
(B) ১২ ঘন্টা ও ২৬ মিনিট
(C) ৬ ঘন্টা ও ১৩ মিনিট
(D) ৩ ঘন্টা ও ১৫ মিনিট
১৭৪৯. ইউট্রিফিকেশন হল একধরণের
(A) মাটিজনিত পরিবেশ দূষণ
(B) জলজনিত পরিবেশ দূষণ
(C) শব্দজনিত পরিবেশ দূষণ
(D) বায়ুজনিত পরিবেশ দূষণ
১৭৫০. “মেইন বাউন্ডারি ফল্ট (M.B.F.)” দেখা যায়
(A) সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে
(B) শিবালিক ও মধ্য-হিমালয়ের মাঝে
(C) মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে
(D) দামোদরের উচ্চ আবহবিকায়
To check our latest Posts - Click Here
Sir other subjects er pdf gulo dile vlo hoto…. Thanku sir…
Thank you Banglaquiz
You are welcome .