Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৩

General Awareness MCQ – Set 63

১৭৩১. “কমলাকান্ত” কার ছদ্মনাম ?

(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) নজরুল ইসলাম
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

উত্তর :
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৭৩২. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে ?

(A) ১৯১০  খ্রিস্টাব্দে
(B) ১৯১১ খ্রিস্টাব্দে
(C) ১৯১২ খ্রিস্টাব্দে
(D) ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তর :
(D) ১৯১৩ খ্রিস্টাব্দে

১৭৩৩. “জীবনের জলসাঘরে”- কার আত্মজীবনী ?

(A) কপিল দেব
(B) মহম্মদ রফি
(C) মান্না দে
(D) আশা ভোঁসলে 

উত্তর :
(C) মান্না দে 

১৭৩৪. নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমজোম ?

(A) XY
(B) XX
(C) YY
(D) কোনটিই নয়

উত্তর :
(B) XX

১৭৩৫. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের  ছদ্মনাম ?

(A) ভানুসিংহ
(B) বেদুইন
(C) রূপদর্শী
(D) অনিলা দেবী 

উত্তর :
(A) ভানুসিংহ




১৭৩৬. ‘নিজামবাদ’ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

(A) গোদাবরী
(B) কৃষ্ণা
(C) বিপাশা
(D) নোয়াল

উত্তর :
(A) গোদাবরী

১৭৩৭. ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি ?

(A) আর্যভট্র
(B) ভাস্কর -1
(C) রোহিনী
(D) ইনস্যাট

উত্তর :
(A) আর্যভট্র

১৭৩৮. “দেনাপাওনা” গল্পটি কার লেখা ?

(A) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) তুলসীদাস
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

উত্তর :
(B) রবীন্দ্রনাথ ঠাকুর 

১৭৩৯. ‘লেভ’- কোন দেশের মুদ্রা ?

(A) ভিয়েতনাম
(B) বুলগেরিয়া
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর :
(B) বুলগেরিয়া 

১৭৪০. বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন 

(A) বরুণ
(B) মরুত
(C) সোম
(D) ইন্দ্র

উত্তর :
(D) ইন্দ্র 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button