ইতিহাস MCQ – সেট ৪৫ – আধুনিক ভারত
History MCQ – Set 45 – Modern India
১৭২১. “Letters from a Father to his Daughter” – পত্রটির লেখক
(A) মতিলাল নেহেরু
(B) জওহরলাল নেহেরু
(C) ইন্দিরা গান্ধী
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
১৭২২. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন
(A) দয়ানন্দ সরস্বতী
(B) কেশবচন্দ্র সেন
(C) স্বামী বিবেকানন্দ
(D) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
১৭২৩. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন
(A) চুয়াড় বিদ্রোহের
(B) কোল বিদ্রোহের
(C) সাঁওতাল বিদ্রোহের
(D) মুন্ডা বিদ্রোহের
১৭২৪. ভারতমাতা চিত্রটি আঁকেন
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) অবনীন্দ্রনাথ ঠাকুর
(C) দ্বারকানাথ ঠাকুর
(D) দেবেন্দ্রনাথ ঠাকুর
১৭২৫. ভারতে “হাফ টোন প্রিন্টিং” পদ্ধতির প্রবর্তন করেন
(A) সুকুমার রায়
(B) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
(C) চার্লস মেটক্যাফে
(D) বসুন্ধরা রায়
১৭২৬. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন
(A) অবনীন্দ্রনাথ ঠাকুর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) দ্বারকানাথ ঠাকুর
(D) রামমোহন রায়
১৭২৭. বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল
(A) অন্ধ্রপ্রদেশে
(B) গুজরাটে
(C) উত্তরপ্রদেশে
(D) হিমাচল প্রদেশে
১৭২৮. অসহযোগ আন্দোলনের শেষ পর্বে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য
(A) সুনীতি দেবী
(B) সরোজিনী নাইডু
(C) উর্মিলা দেবী
(D) বাসন্তী দেবী
১৭২৯. ১৯৩৯ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পান
(A) সুভাষচন্দ্র বসু
(B) কল্পনা দত্ত
(C) প্রীতিলতা ওয়াদ্দেদার
(D) সূর্য সেন
১৭৩০. ব্রিটিশ শাসনকালে সাধারণত “দলিত” নাম পরিচিত ছিল
(A) পিছিয়ে পরা শ্রেণী
(B) ইংরেজী শিক্ষিত শ্রেণী
(C) মধ্যবিত্ত শ্রেণী
(D) ব্যবসায়ী শ্রেণী
To check our latest Posts - Click Here