বিজ্ঞান MCQ – সেট ৩৬ – রসায়ন
Science MCQ – Set 36 – Chemistry
১৭০১. ‘এপসম’ লবণের রাসায়নিক নাম
(A) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
(B) সিলভার ক্লোরাইড
(C) জিঙ্ক নাইট্রেট
(D) ম্যাগনেসিয়াম সালফেট
MgSO4
১৭০২. কোন গ্যাস এসিডধর্মী ?
(A) কার্বন ডাই-অক্সাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) নাইট্রোজেন
(D) হাইড্রোজেন
১৭০৩. সোনার খাদ বের করতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?
(A) সাইট্রিক এসিড
(B) নাইট্রিক এসিড
(C) হাইড্রোক্লোরিক এসিড
(D) টারটারিক এসিড
১৭০৪. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
(A) হাইড্রোজেন
(B) হিলিয়াম
(C) নাইট্রোজেন
(D) আর্গন
১৭০৫. ভারী জলের সংকেত হল
(A) H2O2
(B) H2O
(C) D2O
(D) D2O2
১৭০৬. তড়িৎ বিশ্লেষনের সূত্র কে আবিষ্কার করেন ?
(A) নিউটন
(B) মেন্ডেলিফ
(C) ফ্যারাডে
(D) অ্যাভোগাড্রো
১৭০৭. ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত ?
(A) ১. ৫ ভোল্ট
(B) ১ .১ ভোল্ট
(C) ২ ভোল্ট
(D) ৫ ভোল্ট
১৭০৮. নিচের কোনটি নোবেল গ্যাস নয় ?
(A) ওজোন
(B) হিলিয়াম
(C) নিয়ন
(D) আর্গন
১৭০৯. ক্যাথোড হল
(A) ধনাত্মক তড়িৎদ্বার
(B) ঋণাত্মক তড়িৎদ্বার
(C) অ্যামেচার
(D) নিরপেক্ষ তড়িৎদ্বার
১৭১০. ধনেখালি কিসের জন্য বিখ্যাত ?
(A) তাঁত শিল্প
(B) কাগজ শিল্প
(C) ইস্পাত কারখানা
(D) অস্ত্র নির্মাণ কারখানা
To check our latest Posts - Click Here