সাধারণ জ্ঞান MCQ – সেট ৬১
১৬৮১. টেস্ট ক্রিকেটে থেকে বেশি সেঞ্চুরি কে করেছেন ?
(A) জ্যাক ক্যালিস
(B) সচিন টেন্ডুলকার
(C) রিকি পন্টিং
(D) ব্রায়ান লারা
১৬৮২. রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি ( Nationalist Congress Party ) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) ১৯৪৯
(B) ১৯৯৯
(C) ১৯৭২
(D) ১৯৯৭
শরদ পাওয়ার ১৯৯৯ খ্রিস্টাব্দের ২৫শে মে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি গঠন করেন
১৬৮৩. কপার সালফেট এবং আয়রনের বিক্রিয়াই উৎপন্ন হয় আইরন সালফেট এবং
(A) ভিনিগার
(B) অ্যাশ
(C) বেকিং সোডা
(D) কপার
১৬৮৪. ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত ?
(A) বাস্রা
(B) কিরকুক
(C) বাগদাদ
(D) কোনোটিই নয়
১৬৮৫. ছত্রাকের অধ্যয়ন হল
(A) Cytology
(B) Myology
(C) Neurology
(D) Mycology
১৬৮৬. ইজরায়েলের রাজধানী হল
(A) বাগদাদ
(B) আস্তানা
(C) কাবুল
(D) জেরুজালেম
১৬৮৭. ভারতে রাজ্যপাল হতে গেলে নূন্যতম বয়স দরকার
(A) ৩০ বছর
(B) ২৫ বছর
(C) ৩৫ বছর
(D) ২১ বছর
১৬৮৮. রিহান্দ কোন নদীর একটি শাখানদী ?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) শোন্
(D) কৃষ্ণা
১৬৮৯. বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলে ?
(A) Astrology
(B) Meteorology
(C) Seismology
(D) Astronomy
১৬৯০. PDF – কথাটির পূর্ণ অর্থ হল
(A) Portable Document File
(B) Programmed Document File
(C) Possible Document Format
(D) Portable Document Format
To check our latest Posts - Click Here