ভূগোল MCQ – সেট ৩১
Geography MCQ – Set 31
(A) অবরোহন
(B) আরোহন
(C) জৈবিক আবহবিকার
(D) পর্যায়ন
১৬৬২. উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্রজলে মগ্ন হিমদ্রোণী গুলিকে বলে
(A) ফিয়র্ড
(B) খাড়ি
(C) লেগুন
(D) কয়াল
১৬৬৩. কোন জলবায়ুতে ক্রান্তীয় শীতকাল দেখা যায় ?
(A) মৌসুমী
(B) নিরক্ষীয়
(C) ভূমধ্যসাগরীয়
(D) তুন্দ্রা
১৬৬৪. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটি হল
(A) মনিপুর
(B) গোয়া
(C) সিকিম
(D) কেরালা
১৬৬৫. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) কেরালা
(B) অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
১৬৬৬. জাফরান চাষ হয় কোন রাজ্যে ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) কেরালা
(C) ওড়িশা
(D) কর্ণাটক
১৬৬৭. উপকূল অঞ্চলে গড়ে ওঠা একটি লৌহ-ইস্পাত কেন্দ্র হল
(A) কুলটি
(B) বার্নপুর
(C) বিশাখাপত্তনম
(D) ভিলাই
১৬৬৮. নিম্নের কোনটি প্রাণীভিত্তিক কাঁচামালের উদাহরণ নয় ?
(A) পশম
(B) ডেয়ারি
(C) পাট
(D) মাছ
১৬৬৯. “লু” প্রবাহিত হয়
(A) সকালবেলায়
(B) দুপুরবেলায়
(C) বিকেবেলায়
(D) সন্ধ্যার সময়
১৬৭০. একটি উষ্ণ স্রোতের নাম হল
(A) ফকল্যান্ড স্রোত
(B) বেরিং স্রোত
(C) ব্রাজিল স্রোত
(D) পেরু স্রোত
To check our latest Posts - Click Here