সাধারণ জ্ঞান MCQ – সেট ৫৮
General Awareness MCQ – Set 58
(A) ১৫৬৫
(B) ১৫৬২
(C) ১৫২৬
(D) ১৫৪০
১৬৪২. ভুটানের মুদ্রা হল
(A) মার্কা
(B) পেসো
(C) মানত
(D) গুলট্রাম
১৬৪৩. জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কী ?
(A) ইয়েন
(B) ইউয়ান
(C) রুপি
(D) রিয়াল
১৬৪৪. ‘অগ্নিবীনা’ – কার রচনা ?
(A) রাজশেখর বসু
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) নজরুল ইসলাম
(D) শিবরাম চক্রবর্তী
১৬৪৫. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
(A) সুপিরিয়র
(B) ক্যাস্পিয়ান সাগর
(C) টিটিকাকা
(D) বৈকাল
১৬৪৬. ডেনমার্ক এর রাজধানীর নাম কী ?
(A) আলবার্গ
(B) হেলসিংকি
(C) কোপেন হেগেন
(D) কিংস্টোন
১৬৪৭. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
(A) ১৯১৭
(B) ১৯০৭
(C) ১৯০৯
(D) ১৯১৬
১৬৪৮. রক্তে হিমোগ্লোবিনের কাজ হল
(A) অক্সিজেন পরিবহন করা
(B) রোগ প্রতিরোধ করা
(C) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
(D) উল্লেখিত সবকয়টিই
১৬৪৯. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হল
(A) পরিপাক
(B) খাদ্য গ্রহণ
(C) শ্বসন
(D) রক্ত সংবহন
১৬৫০. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
(A) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
(B) চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
(C) এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
(D) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
To check our latest Posts - Click Here