সাম্প্রতিকী ২০১৯ – মে মাস

৪১. কোন কোম্পানি সম্প্রতি স্মার্টফোনগুলির জন্য সবচেয়ে বেশি রেজোলিউশনের বিশিষ্ট ইমেজ সেন্সর চালু করেছে ?
(A) Apple
(B) Samsung
(C) Sony
(D) Vivo
৪২. বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর সামরিক মহড়া ‘Group Sail” -নিম্নের কোন কোন দেশগুলির মধ্যে অনুষ্ঠিত হল ?
(A) জাপান, ফিলিপাইন এবং ভারত
(B) ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
(C) ব্রুনেই, ফিলিপাইন এবং তাইওয়ান
(D) ইউনাইটেড স্টেটস, ভিয়েতনাম ও ফিলিপাইন
৪৩. কোন ভারতীয় কোম্পানি ২০১৯ সালের ICC বিশ্বকাপে আফগানিস্তানের ক্রিকেট দলকে অফিসিয়ালি স্পনসর করছে ?
(A) ডাবর
(B) সাঁচী
(C) আমুল
(D) হিন্দুস্তান ইউনিলিভার
৪৪. বিশ্বের দ্বিতীয় কোন দেশ জলবায়ু ইমার্জেন্সি ( climate emergency ) – এর ঘোষণা করলো ?
(A) আয়ারল্যান্ড
(B) ফিনল্যাণ্ড
(C) নরওয়ে
(D) সসুইডেন
৪৫. ভারতের জাতীয় প্রযুক্তি দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) মে ১৩
(B) মে ১২
(C) মে ১১
(D) মে ১০
৪৬. ২০১৯ সালের বিশ্ব অভিবাসী পাখি দিবস (World Migratory Bird Day) -এর থিম কি ছিল ?
(A) Unifying our Voices for Bird Conservation
(B) A Healthy Planet for Migratory Birds and People
(C) Protect Birds: Be the Solution to Plastic Pollution
(D) Energy – make it bird-friendly
বিশ্ব অভিবাসী পাখি দিবস প্রতিবছর ১১ই মে অনুষ্ঠিত হয়
৪৭. ২০১৯ সালের মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন ?
(A) রজার ফেদেরার
(B) স্টেফানোস সিটসিপাস
(C) নোভাক জোকোভিচ
(D) রাফায়েল নাদাল
৪৮. ২০১৯ সালের IPL টুর্নামেন্টে সবথেকে মূল্যবান ( Most Valuable ) প্লেয়ার হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ?
(A) ক্রিস গেইল
(B) বিরাট কোহলি
(C) আন্দ্রে রাসেল
(D) এম এস ধোনি
৪৯. কোন ভারতীয় ক্রিকেটার বিশ্বের প্রথম মহিলা ক্রিকেট পত্রিকা “ক্রিকজোন (CRICZONE) ” এর প্রধান ফিয়েচার ?
(A) সোফি ডিভাইন
(B) হারমানপ্রীত কৌর
(C) মিথালি রাজ
(D) স্মৃতি মান্ধানা
৫০. কর্ণাটক হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন ?
(A) দীনেশ মহেশ্বরী
(B) গঙ্গাম্বিক মালিকার্জুন
(C) অভয় শ্রীনিবাস ওকা
(D) নীলমণি এম রাজু
৫১. ২০১৯ সালের CEAT ইন্টারন্যাশনাল বোলার অফ দ্য ইয়ার হিসেবে কোন বোলারকে মনোনীত করা হয়েছে ?
(A) জসপ্রিত বুমরাহ
(B) কুলদীপ যাদব
(C) রশিদ খান
(D) আশুতোষ আমান
৫২. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে কোন মহিলা বোলার সবচেয়ে সফল মহিলা স্পিনার হয়ে উঠেছে ?
(A) ক্যাথরিন ফিৎসপ্যাট্রিক
(B) সানা মীর
(C) ঝুলন গোস্বামী
(D) রাজেশ্বরী গায়কোয়ার
৫৩. কোন দেশটি বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন “আলফা-এক্স” এর পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ?
(A) ফ্রান্স
(B) জাপান
(C) চীন
(D) দক্ষিণ কোরিয়া
৫৪. কোন বীমা কোম্পানী সম্প্রতি মশাবাহিত রোগ সুরক্ষা নীতি চালু করেছে ?
(A) Bajaj Allianz Life Insurance
(B) HDFC ERGO
(C) LIC
(D) SBI Life Insurance
৫৫. ICC এর প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) মেরি ওয়ালড্রন
(B) শিবানী মিশ্র
(C) জ্যাকলিন উইলিয়ামস
(D) জি এস লক্ষ্মী
৫৬. লাইট স্পোর্টস এয়ারক্রাফট ( Light Sports Aircraft ) তে আটলান্টিক মহাসাগর অতিক্রমকারী বিশ্বের প্রথম মহিলা কে ?
(A) সরলা ঠাকরাল
(B) আরোহী পণ্ডিত
(C) দূর্বা ব্যানার্জী
(D) অবনী চতুর্বেদী
৫৭. মধ্যপ্রদেশের কোন জেলাতে ভোট গণনার কাজ সম্পূর্ণ ভাবে মহিলা দ্বারা পরিচালিত হবে ?
(A) জবলপুর
(B) ইন্দোর
(C) হারদা
(D) বুরহানপুর
৫৮. ভারতীয় পুরুষদের সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) হাকান এরিসন
(B) ইগোর স্টিমাক
(C) আলবার্ট রোকা
(D) লি মিন-সুং
৫৯. ২০২৩ সালের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করতে চলেছে ?
(A) জাপান
(B) ভারত
(C) দক্ষিণ কোরিয়া
(D) চীন
৬০. কোন দেশ সম্প্রতি উইকিপিডিয়ায় সমস্ত ভাষার সংস্করণ ব্যান করেছে ?
(A) যুক্তরাষ্ট্র
(B) চীন
(C) ইরান
(D) রাশিয়া
To check our latest Posts - Click Here