সাম্প্রতিকী ২০১৯ – মে মাস

২১. বিশ্বের কোন পার্লামেন্ট প্রথম একটি নতুন ইমার্জেন্সি – জলবায়ু ইমার্জেন্সি ( climate emergency ) – এর ঘোষণা করলো ?
(A) ব্রিটেন
(B) আমেরিকা
(C) জাপান
(D) জার্মানি
২২. নিম্নলিখিত কোন রাজ্য পুলিশ একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত প্যাট্রোলিং ইউনিট “রানী আব্বাক্কা” শুরু করলো ?
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) অন্ধ্র প্রদেশ
২৩. কোন প্রাক্তন ISRO প্রধান সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন ?
(A) রামচন্দ্র রাও
(B) জি মাধব নায়ার
(C) এ এস কিরণ কুমার
(D) সতীশ ধাওয়ান
২৪. “International Firefighters’ Day” প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) মে ৪
(B) মে ৫
(C) মে ৬
(D) মে ৭
২৫. কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্বে ১ নম্বর স্থান অর্জন করেছেন ?
(A) মনু ভাকের
(B) আনিসা সাঈদ
(C) অপুরভি চান্দেলা
(D) অঞ্জুম মৌদগিল
২৬. সম্প্রতি দীর্ঘতম নাচ ম্যারাথনে গিনেস রেকর্ড করা বন্দনা কোন দেশের নাগরিক ?
(A) ভারত
(B) নেপাল
(C) ভুটান
(D) পাকিস্তান
২৭. ২০১৯ সালের G-7 সামিট কোন দেশে হতে চলেছে ?
(A) ভারত
(B) ফ্রান্স
(C) চিলি
(D) অস্ট্রেলিয়া
২৮. বিশ্ব হাঁপানি দিবস (World Asthma Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) মে মাসের প্রথম মঙ্গলবার
(B) মে মাসের প্রথম সোমবার
(C) মে মাসের প্রথম বৃহস্পতিবার
(D) মে মাসের প্রথম শুক্রবার
২৯. ২০১৯ সালের বিশ্ব হাঁপানি দিবস (World Asthma Day ) -এর থিম কি ছিল ?
(A) Better air better breathing
(B) You Can Control Your Asthma
(C) Understanding asthma
(D) Stop for Asthma
৩০. মালির নতুন নিযুক্ত প্রধানমন্ত্রী কে ?
(A) মিশেল সিডিব
(B) মালিক কোলিবালি
(C) বোবো সিস্সে
(D) সৌমেলৌ বৌবায়া মাইগা
৩১. পানামার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
(A) ডাহিরু ডেম্বল
(B) লাউরেন্টিনো কর্টিজো
(C) রিকার্ডো অ্যারিয়াস
(D) জোসে মিগুয়েল আলেমেন
৩২. ছত্তিশগড় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিলেন ?
(A) সুভাষ রেড্ডি
(B) এ এস ডেভ
(C) পি আর রামচন্দ্র মেনন
(D) হেমন্ত গুপ্ত
৩৩. ভারতীয় ভলিবল দলের নতুন কোচ কে নিযুক্ত হলেন ?
(A) Pryemyslaw Gaszyoski
(B) Dragan Mihailovic
(C) Valadimir Radosevic
(D) Michel Sidibe
৩৪. “Game Changer” বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী ?
(A) ওয়াকার ইউনিস
(B) জাভেদ মিয়াঁদাদ
(C) শহীদ আফ্রিদি
(D) ইমরান খান
৩৫. নীচের গল্ফারদের মধ্যে কে ২০১৯ সালের “US Presidential Medal of Freedom” সম্মান পেলেন ?
(A) রিকি ফাউলার
(B) ফিল মিকেলসন
(C) টাইগার উডস
(D) জাস্টিন রোজ
৩৬. ২০১৯ সালের “UN Global Road Safety Week” -এর থিম কি ছিল ?
(A) Road Security a Goal, Not an Intermission
(B) Leadership for road safety
(C) Young road users, including young drivers
(D) Walk for Road Security
৩৭. কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে একটি চলচিত্র পরিচালনা করতে চলেছেন ?
(A) শ্যাম বেনেগাল
(B) সঞ্জয় লীলা ভানসালী
(C) মনি রত্নম
(D) বিশাল ভার্ডওয়জ
৩৮. কোন ভারতীয় ব্যক্তিত্বকে জাতিসংঘের নতুন SDG (Sustainable Development Goals) অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
(A) চেয়াঙ নরফেল
(B) সোনাম ওয়াংচুক
(C) যাদব পেং
(D) দিয়া মির্জা
৩৯. দোপেহেরী ( Dopehri ) – উপন্যাসটি কোন বিখ্যাত বলিউড অভিনেতার লেখা ?
(A) সঞ্জয় দত্ত
(B) পঙ্কজ কাপুর
(C) নাসির উদ্দিন শাহ
(D) আর মাধবন
৪০. নতুন প্রজাতির পিট ভাইপার সাপ সম্প্রতি ভারতের কোন রাজ্যে পাওয়া গেছে ?
(A) মিজোরাম
(B) অরুণাচল প্রদেশ
(C) উড়িষ্যায়
(D) সিকিম
To check our latest Posts - Click Here