ভূগোল MCQ – সেট ৩০
Geography MCQ – Set 30
১৬০১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়
(A) কালবৈশাখী
(B) আঁধি
(C) লু
(D) পশ্চিমী-ঝঞ্ঝা
১৬০২. ভারতের বৃহত্তম সঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে
(A) সালেমে
(B) জামশেদপুরে
(C) দুর্গাপুরে
(D) ভিলাই-য়ে
১৬০৩. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল
(A) কেরল
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তরপ্রদেশ
১৬০৪. উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে ?
(A) কার্পাস বয়ন শিল্প
(B) পাট শিল্প
(C) লৌহ শিল্প
(D) পেট্রোরসায়ন শিল্প
১৬০৫. ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ISRO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(A) কর্ণাটকের বেঙ্গালুরু
(B) তামিলনাড়ুর চেন্নাই
(C) কেরলের থুম্বা
(D) মহারাষ্ট্রের ট্রম্বে
১৬০৬. বহির্জাত পক্রিয়াগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে
(A) হিমবাহ
(B) বায়ু
(C) নদী
(D) সমুদ্রতরঙ্গ
১৬০৭. ওজোন স্তর দেখা যায় বায়মন্ডলের নিম্নলিখিত স্তরে
(A) ট্রপস্ফিয়ার
(B) স্ট্রাটোস্ফিয়ার
(C) আয়োনোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার
১৬০৮. হিমবাহের ওপরে অনেকগুলি সমান্তরাল ফাটলকে বলে
(A) গ্রাবরেখা
(B) এসকার
(C) ভ্যালিট্রেন
(D) ক্রেভাস
১৬০৯. পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হল
(A) চিনুক
(B) পম্পেরো
(C) ফন
(D) লু
১৬১০. মরা কোটাল হয়
(A) পূর্ণিমাতে
(B) অমাবস্যাতে
(C) শুক্লপক্ষের অষ্টমীতে
(D) শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের অষ্টমীতে
To check our latest Posts - Click Here