ইতিহাস MCQ – সেট ৪৩ – আধুনিক ভারত
History MCQ – Set 43 – Modern India
১৫৯১. “সন্দেশ” পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন
(A) সুকুমার রায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(D) কাঙাল হরিনাথ
১৫৯২. বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দের
(A) ১লা অক্টোবর
(B) ১৬ই অক্টোবর
(C) ২০শে অক্টোবর
(D) ৩০শে অক্টোবর
১৫৯৩. ‘একা’ বা ‘একতা’ আন্দোলনের নেতৃত্ব দেন
(A) বল্লভভাই প্যাটেল
(B) মাদারি পাসি
(C) আল্লুরি সীতারাম রাজু
(D) লক্ষণ নায়েক
১৫৯৪. AITUC প্রতিষ্ঠিত হয়েছিল
(A) ১৯২০ খ্রিস্টাব্দে
(B) ১৯২৫ খ্রিস্টাব্দে
(C) ১৯২৩ খ্রিস্টাব্দে
(D) ১৯৩৬ খ্রিস্টাব্দে
১৫৯৫. “বীরাষ্টমীব্রত” প্রচলন করে ভারতীয়দের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন
(A) বীনা দাস
(B) লীলা রায়
(C) সরলাদেবী চৌধুরানী
(D) কল্পনা দত্ত
১৫৯৬. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন
(A) গণেশ ঘোষ
(B) সতীশচন্দ্র সামন্ত
(C) দীনেশ গুপ্ত
(D) বাঘা যতীন
১৫৯৭. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন
(A) গান্ধীজি
(B) লর্ড কার্জন
(C) রামসে ম্যাকডোনাল্ড
(D) মহম্মদ আলী জিন্নাহ
১৫৯৮. ভারতের লৌহমানব বলা হয় কাকে ?
(A) জওহরলাল নেহেরু
(B) বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধী
(D) সুভাষচন্দ্র বসু
১৫৯৯. নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়
(A) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(B) ১৯৫০ খ্রিস্টাব্দে
(C) ১৯৫২ খ্রিস্টাব্দে
(D) ১৯৬৪ খ্রিস্টাব্দে
১৬০০. “সাধারণ জনশিক্ষা কমিটি” গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(A) ১৭১৩
(B) ১৯১৩
(C) ১৮১৩
(D) ১৮২৩
To check our latest Posts - Click Here