বিজ্ঞান MCQ – সেট ৩৪
Science MCQ – Set 34
(A) আল হাইয়ান
(B) টলেমি
(C) নিউটন
(D) আল হাজেন
১৫৮২. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে ?
(A) ভন গুয়েরিক
(B) রোমার
(C) স্নেল
(D) রবার্ট বয়েল
১৫৮৩. সমগনীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়
(A) ১০
(B) ১৪
(C) ১২
(D) ১৬
১৫৮৪. STP তে 22.4 লিটার হাইড্রোজেনে অনুর সংখ্যা
(A) 6.022 × 1023
(B) 6.022 × 1010
(C) 6.022 × 1020
(D) 6.022 × 1021
১৫৮৫. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায়
(A) বয়েলের সূত্র থেকে
(B) চার্লসের সূত্র থেকে
(C) গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে
(D) অ্যাভোগেড্রো সূত্র থেকে
১৫৮৬. তাপের সুপরিবাহী তরল হল
(A) জল
(B) আলকোহোল
(C) পারদ
(D) লবনীয় জলীয় দ্রবণ
১৫৮৭. উত্তল লেন্স বস্তুর অসদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন
(A) u < f
(B) u = 2f
(C) f < u < 2f
(D) u = ∞
১৫৮৮. প্রিজমে সাদা আলোর প্রতিসরণ যে আলোর বিচ্যুতি সবথেকে কম হয়
(A) বেগুনী
(B) হলুদ
(C) সবুজ
(D) লাল
১৫৮৯. রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয় ?
(A) শ্রেণী সমবায়
(B) সমান্তরাল সমবায়
(C) মিশ্র সমবায়
(D) শ্রেণী অথবা সমান্তরাল সমবায়
১৫৯০. কোনটি মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয় ?
(A) পরমাণুর ব্যাসার্ধ
(B) তড়িৎ ঋণাত্বকটা
(C) তেজস্ক্রিয়তা
(D) ক্ষারকীয়তা
To check our latest Posts - Click Here