সাধারণ জ্ঞান MCQ – সেট ৫৫
সাধারণ Awareness MCQ – Set 55
১৫৬১. তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টমিটারের এনোডে কোন ধরণের বিক্রিয়া হয় ?
(A) জারণ
(B) বিজারণ
(C) বিনিময়
(D) প্রতিস্থাপন
১৫৬২. ক্ষুদ্রান্ত্রের যে অংশে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয় সেটি হল
(A) ভিলাই
(B) মাইক্রোভিলি
(C) সিলিয়া
(D) ফ্লাজেলা
১৫৬৩. ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল ?
(A) ১৯৬০
(B) ১৯৬২
(C) ১৯৪৮
(D) ১৯৭১
১৫৬৪. পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম ?
(A) হুগলী
(B) মালদা
(C) মুর্শিদাবাদ
(D) বাঁকুড়া
১৫৬৫. আইবক শব্দটির অর্থ কি ?
(A) রাজা
(B) সুলতান
(C) দাস
(D) জগতের প্রভু
১৫৬৬. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) ভারত
১৫৬৭. মৃত্তিকা দূষণের ভয়ংকরতম সমস্যার উৎস হল
(A) ধাতব বস্তু
(B) জৈব আবর্জনা
(C) প্লাস্টিক বস্তু
(D) মলমূত্র
১৫৬৮. প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল ?
(A) অশোক
(B) অজাতশত্রু
(C) কালাশোক
(D) কনিস্ক
১৫৬৯. একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিণ ভারতে ছিল ?
(A) বৃজি
(B) অস্মক
(C) মৎস্য
(D) চেদী
১৫৭০. কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
(A) আশাপূর্ণা দেবী
(B) মহাশ্বেতা দেবী
(C) জি শংকর কুরুপ
(D) সুমিত্রানন্দন পন্থ
To check our latest Posts - Click Here