বিজ্ঞান MCQ – সেট ৩৩
Sciece MCQ – Set 33
১৫৫১. পরম স্কেলে জলের হিমাঙ্ক হল
(A) 0K
(B) 273K
(C) 373K
(D) 173K
১৫৫২. 4 মোল NH3 তৈরী করলে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন ?
(A) 14g
(B) 28g
(C) 42g
(D) 56g
১৫৫৩. কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) একই থাকে
(D) > 10 -5 হয়
১৫৫৪. লাল, নীল, সবুজ ও হলুদ আলোর মধ্যে কোনটির জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম ?
(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) হলুদ
১৫৫৫. দিনের বেলায় আকাশকে নীল দেখানোর কারণ
(A) আলোর বিক্ষেপণ
(B) আলোর প্রতিসরণ
(C) আলোর বিচ্ছুরণ
(D) আলোর প্রতিফলন
১৫৫৬. তড়িৎচালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ ?
(A) বল
(B) শক্তি
(C) ত্বরণ
(D) ভরবেগ
১৫৫৭. 240V-60W বাতির রোধ
(A) 480 Ω
(B) 960 Ω
(C) 240 Ω
(D) 720 Ω
১৫৫৮. চৌম্বক ক্ষেত্রে সবথেকে বেশি বিক্ষেপ হয়
(A) α কনার
(B) β কনার
(C) γ কনার
(D) নিউট্রন কনার
১৫৫৯. কোনটি পর্যায় সারণিতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে ?
(A) ঘনত্ব
(B) পারমাণবিক ব্যাসার্ধ
(C) যোজ্যতা ইলেকট্রন সংখ্যা
(D) ধাতব ধর্ম
১৫৬০. নিচের কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে ?
(A) H2O
(B) NH3
(C) CO2
(D) CH4
To check our latest Posts - Click Here