ইতিহাস MCQ – সেট ৪২ – আধুনিক ভারত
Modern History – Set 42
১৫৪১. “সত্তর বৎসর” আত্মজীবনীটি কার ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সরলা দেবী চৌধুরানী
(C) বিপিনচন্দ্র পাল
(D) মহাত্মা গান্ধী
১৫৪২. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন
(A) খুশবন্ত সিং
(B) সাদাৎ হাসান মান্টো
(C) মুন্সি প্রেমচাঁদ
(D) কৃষ্ণা চন্দ্র
১৫৪৩. “বামাবোধিনী পত্রিকার” মূল উদ্দেশ্য ছিল
(A) জাতীয়তাবাদের প্রসার ঘটানো
(B) ব্রিটিশ বিরোধিতা করা
(C) বাংলা ভাষার উন্নতি সাধন করা
(D) মেয়েদের কথা ও সমস্যা তুলে ধরা
১৫৪৪. বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন
(A) রামমোহন
(B) বিদ্যাসাগর
(C) ডিরোজিও
(D) রাধাকান্ত দেব
১৫৪৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন
(A) জেমস উইলিয়াম কোলভিল
(B) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(C) আশুতোষ মুখোপাধ্যায়
(D) প্রশান্ত মহলানবীশ
১৫৪৬. “বাঁশের কেল্লা” তৈরী করেন
(A) দুদুমিয়া
(B) তিতুমীর
(C) দুর্জন সিংহ
(D) ভবানী পাঠক
১৫৪৭. “হুল” কথাটি যুক্ত
(A) মুন্ডা বিদ্রোহের সাথে
(B) সাঁওতাল বিদ্রোহের সাথে
(C) কোল বিদ্রোহের সাথে
(D) মহাবিদ্রোহের সাথে
১৫৪৮. মঙ্গল পান্ডে ছিলেন
(A) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের নেতা
(B) স্বাধীনতা সংগ্রামী
(C) কৃষক বিদ্রোহের নেতা
(D) শ্রমিক আন্দোলনের নেতা
১৫৪৯. “জমিদার সভার” সভাপতি ছিলেন
(A) রাজা রামমোহন রায়
(B) রাধাকান্ত দেব
(C) বিদ্যাসাগর
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
১৫৫০. “বন্দেমাতরম” সংগীতটি আছে
(A) “গোরা” উপন্যাসে
(B) “আনন্দমঠ” উপন্যাসে
(C) “বর্তমান ভারত” গ্রন্থে
(D) “গীতাঞ্জলী” কাব্য গ্রন্থে
To check our latest Posts - Click Here
Very good post.
ধণ্যবাদ
খুব ভালো
ধন্যবাদ
খুব ভালো লাগলো পড়ে অনেক কিছু অজানা ছিল সেগুলো জানতে পারলাম । ধন্যবাদ ।
ধন্যবাদ ।