ভূগোল MCQ – সেট ২৯
Geography MCQ – Set 29
১৫৩১. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে এই স্থানে
(A) চিত্তরঞ্জন
(B) বারাণসী
(C) জামশেদপুর
(D) বেঙ্গালুরু
১৫৩২. ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি হল
(A) NH1
(B) NH2
(C) NH3
(D) NH34
১৫৩৩. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা হল
(A) ২৩
(B) ৩৫
(C) ৪৩
(D) ৫৩
১৫৩৪. ভারতে ভূ-বৈচিত্রসূচক মানচিত্র তৈরী করে যে সংস্থা
(A) SOI
(B) ISRO
(C) DRDO
(D) CSO
১৫৩৫. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল
(A) লোয়েস
(B) বারখান
(C) পেডিমেন্ট
(D) ইয়ারডাং
১৫৩৬. কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যায়, কারণ
(A) জেট বায়ু
(B) এল-নিনো
(C) লা-নিনা
(D) পশ্চিমী ঝঞ্ঝা
১৫৩৭. ঋতু পরিবর্তন দেখা যায় না
(A) ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে
(B) নিরক্ষীয় জলবায়ুতে
(C) উষ্ণ মরু জলবায়ুতে
(D) চিনদেশীয় জলবায়ুতে
১৫৩৮. কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে ?
(A) কুরেশিও স্রোত
(B) উত্তর আটলান্টিক স্রোত
(C) উত্তর নিরক্ষীয় স্রোত
(D) উষ্ণ উপসাগরীয় স্রোত
১৫৩৯. ভারত মহাসাগরে সমুদ্রবায়ু নিয়ন্ত্রিত হয় কোন বায়ুর দ্বারা ?
(A) মৌসুমী বায়ু
(B) লা-নিনা
(C) পশ্চিমা বায়ু
(D) আয়ন বায়ু
১৫৪০. ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হল
(A) ভরাটকরণ
(B) নিষ্কাশন
(C) কম্পোস্টিং
(D) স্ক্রাবার
To check our latest Posts - Click Here