ভূগোল MCQ প্রশ্ন উত্তর
দেওয়া রইলো ভূগোল MCQ প্রশ্ন উত্তর এর একটি প্রাকটিস সেট । Geography Practice Set 28 । এই ভূগোলের প্রশ্নোত্তরগুলি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে সাহায্য করবে
Also Check
Geography Question Answers
১৫২১. কুইপার বেল্ট ( Kuiper Belt ) কোথায় অবস্থিত ?
(A) বৃহস্পতি ছাড়িয়ে
(B) মঙ্গল ছাড়িয়ে
(C) মঙ্গল ও বৃহিস্পতির মধ্যে
(D) নেপচুন ছাড়িয়ে
১৫২২. আরোহন ও অবরোহন পক্রিয়ার সম্মিলিত ফল হল
(A) পর্যায়ন
(B) নগ্নীভবন
(C) পুঞ্জিতক্ষয়
(D) ক্ষয়ীভবন
১৫২৩. মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে
(A) বাজাদা
(B) প্রায়া
(C) ওয়াদি
(D) ধ্রিয়ান
১৫২৪. পৃথীবির অ্যালবেডোর ( Albedo ) গড় পরিমান
(A) ৩২%
(B) ৩৪%
(C) ৩৬%
(D) ৩৮%
১৫২৫. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আদ্রতা হয়
(A) ০%
(B) ৫০%
(C) ৭৫%
(D) ১০০%
১৫২৬. উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়
(A) প্রবল শৈত্য
(B) প্রখর উষ্ণতা
(C) দুর্যোগপূর্ণ আবহাওয়া
(D) কোনোটিই নয়
১৫২৭. কেন্দ্রাতিগ বলের প্রভাবে সৃষ্ট হয়
(A) মুখ্য জোয়ার
(B) গৌণ্য জোয়ার
(C) ভরা জোয়ার
(D) মরা জোয়ার
১৫২৮. ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল
(A) মিথেন
(B) নাইট্রোজেন
(C) এমোনিয়া
(D) কোনোটিই নয়
১৫২৯. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগনি রাজ্য
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) পাঞ্জাব
(D) তামিলনাড়ু
১৫৩০. ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায়
(A) গ্রীষ্মকালে
(B) বর্ষাকালে
(C) শরৎকালে
(D) শীতকালে
To check our latest Posts - Click Here