সাধারণ জ্ঞান MCQ – সেট ৫৪
General Awareness MCQ – Set 54
১৫১১. বায়ুমন্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস লক্ষ করা যায় না ?
(A) ট্রপোস্ফিয়ার
(B) আয়োনোস্ফিয়ার
(C) স্ট্রাটোস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার
১৫১২. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হল
(A) নর্মদা
(B) গোদাবরী
(C) মহানদী
(D) কাবেরী
১৫১৩. ফুলের অধ্যয়নকে বলে
(A) Agroestology
(B) Horticulture
(C) Polynelogy
(D) Floriculture
১৫১৪. বেণুবন বৌদ্ধ বিহার ভারতের কোন রাজ্যে রয়েছে ?
(A) আসাম
(B) বিহার
(C) ত্রিপুরা
(D) অন্ধ্র প্রদেশ
১৫১৫. চিতওয়ান জাতীয় উদ্যান ভারতের কোন প্রতিবেশী দেশের একটি বিখ্যাত জাতীয় উদ্যান ?
(A) নেপাল
(B) বাংলাদেশ
(C) ভুটান
(D) মায়ানমার
১৫১৬. হাওয়া মহল কে তৈরী করেছিলেন ?
(A) গুরু রামদাস
(B) মহারাজা প্রতাপ সিং
(C) সাওয়াই জয় সিং
(D) রানা কুম্ভ
১৫১৭. “Life Is What You Make It” বইটি কার লেখা ?
(A) দুর্জয় দত্ত
(B) অজয় কে পান্ডে
(C) প্রীতি শেনয়
(D) ভি এস নাইপল
১৫১৮. ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) ছত্তিশগড়
(D) কর্ণাটক
১৫১৯. আয়ারল্যান্ডের রাজধানী হল
(A) ব্রাসেলস
(B) হেলসিংকি
(C) ডাবলিন
(D) হারারে
১৫২০. ১৯৬২ সালের ইন্দো-চাইনা যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন –
(A) আর. এন. থাপার
(B) ভি. কে. কৃষ্ণা মেনন
(C) গোভিন্দ বল্লভ পন্থ
(D) জগজীবন ররাম
To check our latest Posts - Click Here