Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৫০

General Awareness MCQ – Set 50

১৪৭১. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

(A) ছত্তিশগড়
(B) মধ্যপ্রদেশ
(C) আসাম
(D) রাজস্থান

উত্তর :
(A) ছত্তিশগড়

১৪৭২. আর্জেন্টিনার মুদ্রার নাম কি ?

(A) ইয়েন
(B) ডলার
(C) ক্রোনা
(D) পেশো

উত্তর :
(D) পেশো

১৪৭৩. “The Autobiography of an Unknown Indian” কার আত্মজীবনী ?

(A) খুশবন্ত সিং
(B) নীরদ সি চৌধুরী
(C) বিক্রম শেঠ
(D) ই এম ফ্রস্টার 

উত্তর :
(B) নীরদ সি চৌধুরী 

১৪৭৪. “World Consumer Rights Day” – প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) এপ্রিল ১
(B) অক্টোবর ২৩
(C) মার্চ ১৫
(D) ডিসেম্বর ৫ 

উত্তর :
(C) মার্চ ১৫

১৯৬২ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জে. এফ. কেনেডি ১৫ই মার্চকে World Consumer Rights Day হিসেবে ঘোষণা করেন ।


১৪৭৫. UNO -এর মহাসচিব ( Secretary General) কার দ্বারা নিযুক্ত হন ?

(A) General Assembly
(B) Security Council
(C) Trusteeship Council
(D) World Bank 

উত্তর :
(A) General Assembly 



১৪৭৬. ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয় ?

(A) বিকানের
(B) জয়সলমীর
(C) সাহারা
(D) জয়পুর 

উত্তর :
(D) জয়পুর

হোলি উৎসবে জয়পুরে হাতি উৎসব পালিত হয় ।


১৪৭৭. অমৃতা শের গিল কিসের সাথে যুক্ত ?

(A) সাহিত্য
(B) ক্রিকেট
(C) চিত্রকলা
(D) বক্সিং 

উত্তর :
(C) চিত্রকলা 

১৪৭৮. জয়া এবং HKR-১২০ কোন শস্যের রকম ?

(A) গম
(B) জোয়ার
(C) ভুট্টা
(D) ধান 

উত্তর :
(D) ধান 

১৪৭৯. PMKSY – এর পূর্ণ রূপটি হল 

(A) প্রধান মন্ত্রী কৃষি সফল যোজনা
(B) প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা
(C) প্রধান মন্ত্রী কৃষি সুরক্ষা যোগনা
(D) প্রধান মন্ত্রী কৃষি সমৃদ্ধি যোজনা 

উত্তর :
(B) প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা

‘প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা’র মূল উদ্দেশ্যগুলি হল কৃষি সেচ ব্যবস্থায় লগ্নির অভিমুখীকরণ; নিশ্চিত সেচ ব্যবস্থার আওতায় আরও চাষ জমিকে নিয়ে আসা; জলের অপচয় হ্রাস করতে কৃষিকাজে জলের সর্বোত্তম ব্যবহার বাড়ানো; যথাযথ সেচ পদ্ধতি গ্রহণ ও তার সম্প্রসারণ; জল সাশ্রয়কারী বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ এবং জলের উৎসগুলিকে পুনরায় জলপূর্ণ করা প্রভৃতি।


১৪৮০. সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী প্রথম ভারতীয় সাবমেরিন কোনটি ?

(A) INS শালকি
(B) INS আরিহান্ত
(C) INS বিভূতি
(D) INS সাবিত্রী 

উত্তর :
(A) INS শালকি

INS শালকি হল ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী সাবমেরিন । ১৯৮৭ সালে এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন হন INS আরিহান্ত ।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button