সাধারণ জ্ঞান MCQ – সেট ৫০
General Awareness MCQ – Set 50
১৪৭১. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(A) ছত্তিশগড়
(B) মধ্যপ্রদেশ
(C) আসাম
(D) রাজস্থান
১৪৭২. আর্জেন্টিনার মুদ্রার নাম কি ?
(A) ইয়েন
(B) ডলার
(C) ক্রোনা
(D) পেশো
১৪৭৩. “The Autobiography of an Unknown Indian” কার আত্মজীবনী ?
(A) খুশবন্ত সিং
(B) নীরদ সি চৌধুরী
(C) বিক্রম শেঠ
(D) ই এম ফ্রস্টার
১৪৭৪. “World Consumer Rights Day” – প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) এপ্রিল ১
(B) অক্টোবর ২৩
(C) মার্চ ১৫
(D) ডিসেম্বর ৫
১৯৬২ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জে. এফ. কেনেডি ১৫ই মার্চকে World Consumer Rights Day হিসেবে ঘোষণা করেন ।
১৪৭৫. UNO -এর মহাসচিব ( Secretary General) কার দ্বারা নিযুক্ত হন ?
(A) General Assembly
(B) Security Council
(C) Trusteeship Council
(D) World Bank
১৪৭৬. ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয় ?
(A) বিকানের
(B) জয়সলমীর
(C) সাহারা
(D) জয়পুর
হোলি উৎসবে জয়পুরে হাতি উৎসব পালিত হয় ।
১৪৭৭. অমৃতা শের গিল কিসের সাথে যুক্ত ?
(A) সাহিত্য
(B) ক্রিকেট
(C) চিত্রকলা
(D) বক্সিং
১৪৭৮. জয়া এবং HKR-১২০ কোন শস্যের রকম ?
(A) গম
(B) জোয়ার
(C) ভুট্টা
(D) ধান
১৪৭৯. PMKSY – এর পূর্ণ রূপটি হল
(A) প্রধান মন্ত্রী কৃষি সফল যোজনা
(B) প্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা
(C) প্রধান মন্ত্রী কৃষি সুরক্ষা যোগনা
(D) প্রধান মন্ত্রী কৃষি সমৃদ্ধি যোজনা
‘প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা’র মূল উদ্দেশ্যগুলি হল কৃষি সেচ ব্যবস্থায় লগ্নির অভিমুখীকরণ; নিশ্চিত সেচ ব্যবস্থার আওতায় আরও চাষ জমিকে নিয়ে আসা; জলের অপচয় হ্রাস করতে কৃষিকাজে জলের সর্বোত্তম ব্যবহার বাড়ানো; যথাযথ সেচ পদ্ধতি গ্রহণ ও তার সম্প্রসারণ; জল সাশ্রয়কারী বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ এবং জলের উৎসগুলিকে পুনরায় জলপূর্ণ করা প্রভৃতি।
১৪৮০. সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী প্রথম ভারতীয় সাবমেরিন কোনটি ?
(A) INS শালকি
(B) INS আরিহান্ত
(C) INS বিভূতি
(D) INS সাবিত্রী
INS শালকি হল ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী সাবমেরিন । ১৯৮৭ সালে এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন হন INS আরিহান্ত ।
To check our latest Posts - Click Here