QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮৫

Bengali Quiz – Set 85

১. পৃথিবীর কোন মহাদেশে কোনো মাকড়সা নেই ?

উত্তর :
আন্টার্কটিকা

২. প্রথম ভারতীয় ক্রিকেট প্লেয়ার কে যিনি ৬০০টি টেস্ট উইকেট নিয়েছিলেন ?

উত্তর :
কুম্বলে

৩. আয়তন অনুযায়ী চাঁদ সৌর জগতের কততম বৃহত্তম উপগ্রহ ?

উত্তর :
পঞ্চম

৪. “য়োকোজুনা” ( Yokozona ) কোন ধরণের মার্শাল আর্টের সর্বোচ্চ সম্মান ?

উত্তর :
সুমো

৫. ভারতের কোন রাজ্যটি ভুটান, চীন ও মায়ানমারের সীমান্তের সাথে সংস্পর্শে আছে ?

উত্তর :
অরুণাচল প্রদেশ



৬. এখন পর্যন্ত ভারতের কতগুলি প্রধানমন্ত্রী স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন ?

উত্তর :
একজন ( নরেন্দ্র মোদী )

৭. কোন ফলের সব থেকে বেশি ধরণের প্রজাতি অনুযায়ী নামকরণ রয়েছে ?

উত্তর :
আপেল

৮. ছোটা ভীমের পালিত বাঁদরটির নামকি ?

উত্তর :
জগ্গু

৯. গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী কোন শিল্পী সবথেকে বেশি সংখ্যক গান রেকর্ড করেছেন ?

উত্তর :
আশা ভোঁসলে ( ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত) 

১০. নীল জিন্স কে আবিষ্কার করেছিলেন ?

উত্তর :
Levi Strauss

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button