সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস
৬১. ৭৯তম ভারতীয় ইতিহাস কংগ্রেস ( Indian History Congress ) আয়োজন করতে চলেছে কোন রাজ্য সরকার ?
(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) তামিল নাড়ু
৬২. Astronomical Society of India (ASI) -এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন
(A) প্রমীলা মেহেতা
(B) গৌতমী কাপুর
(C) রাধা শর্মা
(D) জি সি অনুপমা
৬৩. ২০১৯ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কি ছিল ?
(A) Linguistic diversity and multilingualism count for sustainable development
(B) Indigenous Languages as a factor in development, peace and reconciliation
(C) Towards Sustainable Futures through Multilingual Education
(D) Quality education, language(s) of instruction and learning outcomes
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি (৮ই ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। তাই এ দিনটি বাংলাদেশে শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
৬৪. “Festival of India” সম্প্রতি কোন দেশে শুরু হল ?
(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) মায়ানমার
৬৫. কোন রাজ্য সরকার ভারতের প্রথম মানবিক রোবট অফিসার (humanoid robot officer) কে নিযুক্ত করেছে ?
(A) কর্ণাটক
(B) কেরালা
(C) তামিল নাড়ু
(D) অন্ধ্র প্রদেশ
৬৬. কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে স্পেন ‘Grand Cross of Order of Civil Merit’ সম্মানে ভূষিত করলো ?
(A) সুমিত্রা মহাজন
(B) সুষমা স্বরাজ
(C) নরেন্দ্র মোদী
(D) ভেঙ্কাইয়া নাইডু
৬৭. নিচের কোন টেলিস্কোপটি ৩০০,০০০ নতুন গ্যালাক্সি আবিষ্কার করতে সাহায্য করেছে ?
(A) LOFAR
(B) Hubble
(C) Spitzer Space
(D) Eucid
LOFAR – Low Frequency Array
৬৮. গান্ধীবাদী দর্শনে উজ্জীবিত উৎসব “Words in the Garden” কোন শহরে হতে চলেছে ?
(A) শিমলা
(B) পোরবন্দর
(C) নতুন দিল্লি
(D) গান্ধী নগর
৬৯. ২০১৮ সালের সিওল শান্তি পুরস্কারে সম্প্রতি কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে ?
(A) সুষমা স্বরাজ
(B) নরেন্দ্র মোদী
(C) মনমোহন সিং
(D) মনোহর পরিখার
সিওল শান্তি পুরস্কার ২০১৮। সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের আর্থিক বৃদ্ধি, গণতান্ত্রিক পরিকাঠোমার উন্নয়ন, বিশ্ব শান্তি রক্ষায় মোদির অবদান এবং মানবিক উন্নয়ন। একসঙ্গে এতগুলি কারণে এই বিশেষ সম্মান পেলেন প্রধানমন্ত্রী।
৭০. ২০১৯ সালের ইকোনমিক টাইমসের গ্লোবাল বিজনেস সামিট ভারতের কোন শহরে হতে চলেছে ?
(A) নতুন দিল্লি
(B) হায়দ্রাবাদ
(C) জয়পুর
(D) নাগপুর
৭১. কে নাগাল্যান্ডের প্রথম লোকায়ুক্ত হিসেবে শপথ গ্রহণ করেছেন ?
(A) কে এম মুন্সি
(B) উমা নাথ সিং
(C) রঘুবীর সিং
(D) রবি মালহোত্রা
মেঘালয় হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি উমা নাথ সিং নাগাল্যান্ডের প্রথম লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হয়েছেন ।
৭২. কোন দেশের সংবাদ সংস্থা বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন মহিলা এঙ্কর ‘Xin Xiaomeng’ নিয়োগ করলো ?
(A) জাপান
(B) চীন
(C) রাশিয়া
(D) তাইওয়ান
৭৩. ভারতের প্রথম মহিলা হিসেবে ২০১৯ সালে কে “Future for Nature” পুরস্কার জিতলেন ?
(A) নিতা দেশাই
(B) দিব্যা কর্ণদ
(C) রোশনি মুখার্জী
(D) মনপ্রতি সিং
দিব্যা কর্ণদ ভারতের দ্বিয়ীত এবং প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কারটি পেয়েছেন । এর আগে প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারটি পেয়েছিলেন চারুদত্ত মিশ্র ।
৭৪. “Swasth Immunised India campaign” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন –
(A) আলিয়া ভাট
(B) অক্ষয় কুমার
(C) করিনা কাপুর
(D) দীপিকা পাডুকোন
৭৫. Asian Hockey Federation কর্তৃক ২০১৮ সালের বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান কাকে প্রদান করা হল ?
(A) রুপিন্দর পাল সিং
(B) পি আর শ্রীজেশ
(C) মনপ্রীত সিং
(D) লালরেমসিয়ামি
এশিয় হকি ফেডারেশান ভারতীয় অধিনায়ক মনপ্রীত সিং’কে ২০১৮’র বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত করেছে। মহিলা হকি দলের লালরেমসিয়ামি উদীয়মান বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
৭৬. কোন রাজ্য সরকার প্রত্যন্ত এলাকায় নৌকা অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ?
(A) ওড়িশা
(B) ঝাড়খণ্ড
(C) পশ্চিমবঙ্গ
(D) অন্ধ্র প্রদেশ
৭৭. ভারতের রেসলিং ফেডারেশন (Wrestling Federation of India ) -এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে ?
(A) আই ডি নানাবতী
(B) ব্রিজ ভূষণ শরন সিং
(C) সত্যপাল সিং দেশওয়াল
(D) বীরেন্দ্র লাকরা
৭৮. নিম্নলিখিত কোন রেলপথটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে লাইনে পরিণত হতে চলেছে ?
(A) চণ্ডীগড়-মানালি-লেহ রেলওয়ে লাইন
(B) কানপুর-শিমলা-লেহ রেলওয়ে লাইন
(C) দিল্লি-শিমলা-লেহ রেলওয়ে লাইন
(D) নতুন বিলাসপুর-মানালি-লেহ রেলওয়ে লাইন
৭৯. প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা (PM KISAN ) প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উত্তর প্রদেশের কোন জেলা থেকে শুরু করা হয়েছে ?
(A) প্রয়াগরাজ
(B) বেরেলী
(C) গোরখপুর
(D) ঝাঁসি
৮০. ২০১৯ সালের একাডেমি পুরস্কারে বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘Period. End of Sentence’ চলচ্চিত্রটি । কোন ভারতীয় প্রযোজক এই ছোট ছবিটি তৈরী করেছেন ?
(A) কৃষ্ণ কুমার
(B) এ আর মুুরুগাদোস
(C) কে বালাচানদের
(D) গুনিত মোঙ্গা
To check our latest Posts - Click Here
Good