সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস
২১. ২০১৯ সালের “US Chambers International IP Index” অনুযায়ী ভারতের অবস্থান কত তম ?
(A) ৫২
(B) ১৪
(C) ৩৬
(D) ৪৩
২২. কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ পশ্চিমবঙ্গের কোন শহরে শুরু হতে চলেছে ?
(A) মালদা
(B) হুগলী
(C) দার্জিলিং
(D) জলপাইগুড়ি
২৩. কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ?
(A) রেড ক্রস
(B) UNESCO
(C) Interpol
(D) UNO
২৪. ফ্রান্সের সর্বোচ্চ সম্মান “Legion of Honour” -এ সম্প্রতি ভূষিত হলেন “Father Francois Laborde” । ইনি ভারতের কোন রাজ্যের বর্তমান বাসিন্দা ?
(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) গোয়া
(D) মহারাষ্ট্র
সত্যজিৎ রায় এবং সৌমিত্র চ্যাটার্জির পরে পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কারটি পেলেন তিনি ।
২৫. “National Deworming Day” কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ফেব্রুয়ারী ৪
(B) ফেব্রুয়ারী ১০
(C) ফেব্রুয়ারী ১৪
(D) ফেব্রুয়ারী ৯
২৬. ভারত কোন প্রতিবেশী দেশের সিভিল সারভেন্টসদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ৬ বছরের একটি মউ স্বাক্ষর করলো ?
(A) নেপাল
(B) ভুটান
(C) বাংলাদেশ
(D) মায়ানমার
২৭. প্রথমবারের জন্য বিশ্ব ডাল দিবস (World Pulses Day) নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোনটিতে পালন করা হল ?
(A) ফেব্রুয়ারি ১১
(B) ফেব্রুয়ারি ০৯
(C) ফেব্রুয়ারি ০৮
(D) ফেব্রুয়ারি ১০
২৮. আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি ?
(A) জাম্বিয়া
(B) ইজিপ্ট
(C) দক্ষিন আফ্রিকা
(D) ইথিওপিয়া
ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসিকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে ।
২৯. কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কানাডিয়ান সিনেমা ও টেলিভিশন একাডেমি দ্বারা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্প্রতি পেয়েছেন ?
(A) মিরা নায়ার
(B) শ্যাম বেনেগাল
(C) দীপা মেহতা
(D) মনি রত্নম
৩০. বহুজাতিক নৌমহড়া ‘AMAN19’ নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হল ?
(A) পাকিস্তান
(B) ভারত
(C) শ্রীলংকা
(D) মায়ানমার
৩১. কোন তারিখে, ভারতের জাতীয় ইউনানী দিবস (National Unani Day) ভারতে উদযাপিত হয় ?
(A) ফেব্রুয়ারি ১০
(B) ফেব্রুয়ারি ১১
(C) ফেব্রুয়ারি ১২
(D) ফেব্রুয়ারি ১৩
৩২. কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালের ড্যান ডেভিড প্রাইজ জিতেছেন ?
(A) সঞ্জয় সুব্রহ্মানিয়াম
(B) ইরফান হাবিব
(C) সুমিত সরকার
(D) এম. জি. এস. নারায়ণন
৩৩. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি Popular Front of India (PFI) – কে নিষিদ্ধ ঘোষণা করেছে ?
(A) ঝাড়খণ্ড
(B) তামিলনাড়ু
(C) জম্মু ও কাশ্মীর
(D) অরুণাচল প্রদেশ
৩৪. ভারতের নবনির্বাচিত নির্বাচন কমিশনার (Election Commissioner ) কে ?
(A) শেখর ভরদ্বাজ
(B) সুশীল চন্দ্র
(C) আশুতোষ সাক্সেনা
(D) অলক চৌধুরী
ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান-স্বীকৃত কর্তৃপক্ষ।
বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল অরোরা এবং অপর দুজন নির্বাচন কমিশনের হলেন সুশীল চন্দ্র এবং অশোক লাভাসা ।
নির্বাচন কমিশনের উদ্দেশ্য ও কার্যাবলি
- সীমানা পুনর্নির্ধারণ আইন, ১৯৫২ অনুসারে প্রতি দশ বছর অন্তর আয়োজিত জনগণনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটদাতার পরিধির পুনর্বিন্যাস।
- ভোটদাতাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা।
- রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া।
- রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঠিক করা।
- নির্বাচন প্রক্রিয়ার অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা।
- অবৈধ কিছু ঘটলে নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করা।
- কোনো নির্বাচিত জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত হলে এই সংক্রান্ত সুপারিশ ক্ষেত্রবিশেষে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠানো।
- ভোটপ্রার্থী ও রাজনৈতিক দলগুলির অবশ্যপালনীয় কর্তব্যের তালিকা ও বিধিনিষেধ (যা নির্বাচনী আচরণবিধি নামে পরিচিত) রচনা ও প্রয়োগ।
- আকাশবাণী ও দূরদর্শনে ভোটপ্রার্থীদের প্রচারের সময় বণ্টন।
- প্রার্থীপিছু নির্বাচনজনিত ব্যয়ের সীমা নির্ধারণ করা।
- প্রযুক্তিগত বিষয়ে (যেমন বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যবহার) ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করা।
৩৫. সম্প্রতি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ২০১৬ সালের সাংস্কৃতিক ঐক্যতানের জন্য কাকে “Tagore” পুরস্কার প্রদান করলেন ?
(A) রাম সুতার ভানজি
(B) ছায়ানট
(C) রাজকুমার সিংজিৎ সিং
(D) মিলিন্দ কুমার
২০১৪ সালের জন্য পেয়েছেন – রাজকুমার সিংজিৎ সিং, ২০১৫ সালের জন্য পেয়েছে ছায়ানট ( বাংলাদেশের একটি সংস্থা ) এবং ২০১৬ সালের জন্য পেয়েছেন রাম সুতার ভানজি ।
৩৬. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT) এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) প্রমোদ চন্দ্র মোদী
(B) পুণম কিশোর সাক্সেনা
(C) কৈসর চাঁদ বোহরা
(D) প্রীতম জৈন
৩৭. ২০১৯ সালের ৭২ তম বাফটা চলচ্চিত্র পুরস্কারে কোন সিনেমা সেরা চলচ্চিত্র পুরষ্কার জিতেছে ?
(A) The Favourite
(B) A Star Is Born
(C) Roma
(D) Bohemian Rhapsody
৩৮. “বন্দে ভারত এক্সপ্রেস” এর রুট হল
(A) নতুন দিল্লি থেকে বারাণসী
(B) এলাহাবাদ থেকে হুগলী
(C) শিমলা থেকে কলকাতা
(D) মুম্বাই থেকে চেন্নাই
৩৯. ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে “Mahatma Gandhi National Rural Employment Gurantee Act” -এ কত টাকা নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে ?
(A) ৪০,০০০ কোটি টাকা
(B) ৫০,০০০ কোটি টাকা
(C) ৬০,০০০ কোটি টাকা
(D) ৭০,০০০ কোটি টাকা
৪০. ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে-এর জন্য কত কোটি টাকা ধার্য্য করা হয়েছে ?
(A) ৬৪,৫৮৭
(B) ৭৪,৬৫৪
(C) ৫৯,৭৬৪
(D) ৬৯,৭১২
To check our latest Posts - Click Here
Good