Geography MCQ in Bengali

ভূগোল MCQ – সেট ২৫

Geography MCQ – Set 25

১২৯১. ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(A) মাসাং-কিংদু
(B) চোমোলারি
(C) লিংসিলা
(D) কুলাকাংড়ি 

উত্তর :
(D) কুলাকাংড়ি 

১২৯২. বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে ?

(A) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট
(B) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
(C) ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারী
(D) ১৯৭১ সালের ২৬শে মার্চ 

উত্তর :
(D) ১৯৭১ সালের ২৬শে মার্চ 

১২৯৩. লিংসিলা ও ইউললা গিরিপথ কোন দুটি স্থানের নধ্যে সংযোগ রক্ষা করেছে ?

(A) ভুটান ও তিব্বত
(B) অরুণাচল প্রদেশ ও তিব্বত
(C) সিকিম ও তিব্বত
(D) উত্তরপ্রদেশ ও তিব্বত

উত্তর :
(A) ভুটান ও তিব্বত 

১২৯৪.  নেপালের অধিবাসীরা প্রধানতঃ কোন্ ধর্মের ?

(A) ইসলাম
(B) হিন্দু
(C) খ্রীস্টান
(D) বৌদ্ধ

উত্তর :
(B) হিন্দু

১২৯৫. ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?

(A) মানস
(B) রায়ডাক
(C) তিস্তা
(D) ওয়াংচু

উত্তর :
(A) মানস 




১২৯৬. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(A) কেও ক্রাডং
(B) সীতাকুন্ড
(C) চন্দ্রনাথ
(D) কোনোটিই নয়

উত্তর :
(A) কেও ক্রাডং 

১২৯৭. বাংলাদেশের প্রধান নদী কোনটি ?

(A) পদ্মা
(B)  মেঘনা
(C) ব্রহ্মপুত্র
(D) যমুনা

উত্তর :
(A) পদ্মা 

১২৯৮. বাংলাদেশের প্রধান বন্দর কোনটি ?

(A) শ্রীহট্ট
(B) নারায়ণগঞ্জ
(C) চট্টগ্রাম
(D) কোনটিই নয়

উত্তর :
(C) চট্টগ্রাম 

১২৯৯. ‘প্রাচ্যের ডান্ডি’ কোন শহরকে বলা হয় ?

(A) ঢাকা
(B) শ্রীহট্ট
(C) রাজসাহী
(D) নারায়ণগঞ্জ

উত্তর :
(D) নারায়ণগঞ্জ

১৩০০. ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করে ?

(A) জানুয়ারী, ১৯৩৭
(B) জানুয়ারী, ১৯৪৮
(C) আগস্ট, ১৯৪৭
(D) কোনটিই নয়

উত্তর :
(B) জানুয়ারী, ১৯৪৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button