Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৪২

General Awareness MCQ – Set 42

১২৭১. [WBCS 2017 ]‘লাল’ রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —

(A) রক্তের রং লাল
(B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
(C) লাল রং সহজলভ্য
(D) লাল রং চোখের ক্ষেত্রে সুখকর

উত্তর :
(B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে

১২৭২. মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে “জিন্দাপীর” নামে পরিচিত ছিলেন ?

(A) ঔরঙ্গজেব
(B) আকবর
(C) বাবর
(D) হুমায়ুন

উত্তর :
(A) ঔরঙ্গজেব 

১২৭৩. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ ?

(A) ইরাক
(B) লেবানন
(C) সিরিয়া
(D) ইউক্রেন

উত্তর :
(C) সিরিয়া

১২৭৪. [WBCS 2011] পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —

(A) সার কারখানা
(B) লৌহ ও ইস্পাত শিল্প
(C) লোকোমোটিভ কারখানা
(D) সিমেন্ট কারখানা

উত্তর :
(C) লোকোমোটিভ কারখানা

১২৭৫. কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?

(A) হরিজনদের অধিকার সুরক্ষা
(B) আইন অমান্য আন্দোলন
(C) হিন্দু সমাজের ঐক্যরক্ষা
(D) নীল চাষীদের সমস্যার সমাধান

উত্তর :
(D) নীল চাষীদের সমস্যার সমাধান




১২৭৬. [WBCS 2012] স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?

(A) লিয়াকৎ আলি খান
(B) লিয়াকৎ হোসেন
(C) মহম্মদ আলি
(D) এ.কে. আজাদ

উত্তর :
(A) লিয়াকৎ আলি খান

১২৭৭. [WBCS 2012] সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?

(A) ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
(B) বিনিয়োগকারী শ্রেণি
(C) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
(D) স্থির আয়কারী মানুষজন

উত্তর :
(B) বিনিয়োগকারী শ্রেণি

১২৭৮. [WBCS 2011] তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?

(A) আলবেরুনি
(B) আল-বিলাদরি
(C) সুলেমান
(D) অল-মাসুদি

উত্তর :
(A) আলবেরুনি

১২৭৯. [WBCS 2009] রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন – 

(A) রাম বরণ যাদব
(B) গিরিজা প্রসাদ কৈরালা
(C) ঝালানাথ খানালা
(D) রাম রাজা প্রসাদ সিং

উত্তর :
(A) রাম বরণ যাদব

১২৮০. [WBCS 2016] Astronomy বলতে নীচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?

(A) চন্দ্র
(B) তারকা
(C) আকাশ
(D) সূর্য

উত্তর :
(B) তারকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button