সাধারণ জ্ঞান MCQ – সেট ৪১
General Awareness MCQ – Set 41
১২৬১. প্রথম কোন ভারতীয় চলচিত্রটি অস্কারের জন্য মনোনীত করা হয়েছিল ?
(A) আম্রপলি
(B) মধুমতি
(C) সালাম বোম্বে
(D) মাদার ইন্ডিয়া
১২৬২. ১৯৮০ সালের অলিম্পিক কোন দেশটি বয়কট করেছিল ?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) রাশিয়া
(D) ফ্রান্স
১৯৮০ সালে অলিম্পিক গেমসের আয়োজন করেছিল সোভিয়েত রাশিয়া। আমেরিকা এই অলিম্পিক গেমেসটি বয়কট করেছিল সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে।
১২৬৩. প্রথম কোন ভারতীয় অস্কার জিতেছিলেন ?
(A) সত্যজিৎ রায়
(B) ভানু আথাইয়া
(C) রিচার্ড এটেনবুড়ো
(D) দেবিকা রানী
১২৬৪. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
(A) পোলিও
(B) ম্যালেরিয়া
(C) ডারমাটাইটিস
(D) কলেরা
১২৬৫. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
(A) ফুটবল
(B) ক্রিকেট
(C) কবাডি
(D) হকি
১২৬৬. SMS-এর পূর্ণরুপ কোনটি?
(A) Short Messaging Service
(B) SImple Message Service
(C) Short Message Service
(D) Short Message System
১২৬৭. 1992 সালে SEBI -কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় —
(A) চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী
(B) চেল্লাইয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী
(C) তেন্ডুলকার কমিশনের প্রস্তাব অনুযায়ী
(D) নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী
১২৬৮. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত ?
(A) ডুয়ার্স
(B) তরাই
(C) রাঢ়
(D) বারিন্দ
১২৬৯. মার্কিন নৌবাহিনীর গোপন অভিযান যাতে ওসামা-বিন-লাদেন নিহত হন তার সাঙ্কেতিক নাম ছিল —
(A) জেসমিন
(B) ব্লু ষ্টার
(C) জেরোনিমা
(D) কোবরা
১২৭০. [WBCS 2011] মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল –
(A) লোহা
(B) অ্যালুমিনিয়াম
(C) দস্তা
(D) তামা
To check our latest Posts - Click Here