ভূগোল MCQ – সেট ২৪
Geography MCQ – Set 24
১২০১. দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ –
(A) আনাইমুদি
(B) কালসুৱাই
(C) মহাবালেশ্বর
(D) নীলগিরি
১২০২. ভিলাই কোন রাজ্যে অবস্থিত ?
(A) ছত্তিশগড়
(B) মধ্যপ্রদেশ
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ
১২০৩. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত ?
(A) নর্মদা
(B) তাপ্তি
(C) গোদাবরী
(D) কাবেরী
১২০৪. নীচের কোন নদীটি বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না ?
(A) গোমতী
(B) ঘর্ঘরা
(C) কোশী
(D) শোন্
১২০৫. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
(A) দমন ও দিউ
(B) পন্ডিচেরী
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) দাদরা ও নগর হাভেলি
১২০৬. কুলা, কুফরী, ডালহৌসী কোন রাজ্যের বিখ্যাত পর্যটন স্থল ?
(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) পাঞ্জাব
(D) জম্মু ও কাশ্মীর
১২০৭. জাপানের সহায়তায় সম্পন্ন পাইথন (জয়কওয়াদি) হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পটি কোন নদীতে ?
(A) গঙ্গা
(B) মহানদী
(C) নর্মদা
(D) গোদাবরী
১২০৮. ড্রামলিন দেখতে কেমন ?
(A) ত্রিভুজাকৃতি
(B) উল্টানো নৌকার মত
(C) শৈলশিরার মত
(D) পাখির পায়ের মত
১২০৯. পাঞ্জাবের নতুন নাঙ্গাল কিসের জন্য বিখ্যাত ?
(A) তাম্র খনি
(B) তেল শোধনাগার
(C) পেনিসিলিন শিল্প
(D) সার শিল্প
১২১০. কুদ্রেমুখ লৌহ খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) রাজস্থান
To check our latest Posts - Click Here