সাধারণ জ্ঞান MCQ – সেট ৩৮
General Awareness MCQ – Set 38
১১২১. ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত ?
(A) রাজ্য তালিকা
(B) যুগ্ম তালিকা
(C) কেন্দ্র তালিকা
(D) অবশিষ্ট তালিকা
১১২২. জলবিষুব বলা হয় কোন দিনটিকে ?
(A) সেপ্টেম্বর ২৩
(B) জুন ২১
(C) ডিসেম্বর ২২
(D) মার্চ ২১
১১২৩. নাইস কি ধরণের শিলা ?
(A) রূপান্তরিত
(B) পাললিক
(C) আগ্নেয়
(D) কোনোটিই নয়
১১২৪. কে খালসা প্রথা প্রবর্তন করেন ?
(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু নানক
(C) গুরু গোবিন্দ সিং
(D) গুরু হরগোবিন্দ
১১২৫. মিনারভা মিলস মামলার রায় অনুযায়ী ভারতীয় সংবিধানের কিসের পরিবর্তন করা যাবে না ?
(A) মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়
(B) মূল কাঠামো
(C) নির্দেশমূলক নীতি
(D) নাগরিকত্ব সংক্রান্ত নিয়মাবলী
১১২৬. ভারতের কেন্দ্রসসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন –
(A) রাজ্যপাল
(B) প্রধানমন্ত্রী
(C) লেফটেন্যান্ট গভর্নর
(D) রাষ্ট্রপতি
১১২৭. ১৯১৬ খ্রিস্টাব্দে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
(A) সাতারা
(B) পুনে
(C) বেলগাঁও
(D) বেরার
১১২৮. থর মরুভূমিতে মিক ( অনুদৈর্ঘ্য ) ধরণের চলমান বালিয়াড়িকে কি বলে ?
(A) ধান্দ
(B) লোয়েস
(C) ধ্রিয়ান
(D) বাড়ঘন
১১২৯. সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
(A) হাওড়া
(B) হুগলি
(C) বাঁকুড়া
(D) পুরুলিয়া
১১৩০. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ?
(A) ৩৫২
(B) ৩৫৫
(C) ৩৫৬
(D) ৩৬০
To check our latest Posts - Click Here