সাম্প্রতিকী – ২০১৮ ডিসেম্বর মাস

৪১. ভারতের কোন জেলা আদালত প্রথম ই-পেমেন্ট গ্রহণের ব্যবস্থা করলো ?
(A) দিল্লি
(B) পুনে
(C) কলকাতা
(D) চেন্নাই
৪২. কোন তারিখে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালন করা হয় ?
(A) ডিসেম্বর ১০
(B) ডিসেম্বর ৯
(C) ডিসেম্বর ১১
(D) ডিসেম্বর ১২
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে
৪৩. অরুণাচল প্রদেশের নবীনতম জেলা কোনটি ?
(A) Lepa Rada
(B) Pakke-Kessang
(C) Manigong
(D) Shi Yomi
৪৪. ২০১৮ সালের অল ন্ডিয়া আগা খান গোল্ড কাপ হকি টুর্নামেন্ট কোন দল জিতলো ?
(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) SAIL
(D) ভারতীয় রেলওয়ে
৪৫. ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিযুক্ত গভর্নর হলেন –
(A) অরবিন্দ পানাগারিয়া
(B) শক্তিকান্ত দাস
(C) কৌসিক বসু
(D) রাজীব মেহের্ষী
শশীকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর ২৫ তম গভর্নর হিসাবে ৩ বছরের মেয়াদে নিযুক্ত হয়েছেন । ২০১৮ সালের ১০ ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে উরজিত প্যাটেলের হঠাৎ পদত্যাগের পর তিনি এই পদে নিযুক্ত হন ।
৪৬. কোন ভারতীয় ক্রীড়াবিদকে মেথোইলিমা (Meethoileima ) শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছে ?
(A) হিনা সিধু
(B) মিরাবাই চানু
(C) মেরি কম
(D) নিরজ চোপড়া
৪৭. টাইম ম্যাগাজিনের ২০১৮ সালের “পার্সন অফ দ্য ইয়ার” সম্মানে সম্মানিত জামাল খাসোগজি কোন দেশের বাসিন্দা ?
(A) সৌদি আরব
(B) ওমান
(C) ইরান
(D) তুরস্ক
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা করা হয় ।
৪৮. সুইফট(SWIFT ) ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে ?
(A) সুনিল মেহতা
(B) রবি ভেঙ্কটসান
(C) অরুন্ধতী ভট্টাচার্য
(D) গিরিশ চন্দ্র চুরেশ্বরী
৪৯. ২০১৮ সালের সেরা নারী সাংসদ (রাজ্যসভা) কে নির্বাচিত হয়েছেন ?
(A) নির্মলা সীতারমন
(B) স্মৃতি ইরানী
(C) রুপা গাঙ্গুলি
(D) কানিমোজহি
৫০. ২০১৯ সালের ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্স (CCPI) অনুযায়ী ভারতের অবস্থান কী ?
(A) ১০ ম
(B) ১১ তম
(C) ১২ তম
(D) ১৩ তম
৫১. প্রথম কোন ভারতীয় ক্রীড়াবিদ ITTF Breakthrough Star award জিতলেন ?
(A) জি. সাথিয়ান
(B) শরৎ কামাল
(C) মৌমা দাস
(D) মনিকা ভাটরা
৫২. ২০১৮ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবস (IHRD) এর থিম কী ছিল ?
(A) Our Rights, Our Freedoms
(B) Stand up for someone’s rights today
(C) Stand up for the human rights
(D) Let’s stand up for equality, justice and human dignity
প্রতি বছর ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় ।
৫৩. সম্প্রতি কোন হাইকোর্ট ভারতে অনলাইন ওষুধ বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করলো ?
(A) বোম্বাই
(B) দিল্লি
(C) মাদ্রাজ
(D) কেরালা
৫৪. কোন পারমাণবিক শক্তি কেন্দ্র (Atomic Power Station) ৯৪১ দিন দীর্ঘতম নিরবচ্ছিন্ন অপারেশনের জন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছে ?
(A) কাইগা
(B) কাঁকড়াপাড়া
(C) কুডানকুলাম
(D) কালপাক্কাম
৫৫. ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ( Film and Television Institute of India ) -এর নতুন প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) শর্মিলা ঠাকুর
(B) সাজিদ নাদিদওয়ালা
(C) এস. শংকর
(D) ব্রিজেন্দ্র পাল সিং
৫৬. ২০১৮ সালের জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে ?
(A) কৃষ্ণা সোবতী
(B) জি. শংকর কুড়ুপ
(C) রঘুবীর চৌধুরী
(D) অমিতাভ ঘোষ
২০১৮ সালের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন লেখক ও সাংবাদিক অমিতাভ ঘোষ৷ ৫৪ তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তিনি। শংসাপত্রসহ ১১ লাখ টাকার পুরস্কার মূল্য প্রদান করা হবে তাঁকে। ১৯৫৬ সালের ১১ জুলাই কলকাতায় জন্ম হয় অমিতাভ ঘোষের।
এর আগেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ ‘শ্যাডো লাইনস’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন অমিতাভ ঘোষ৷ দীর্ঘ দিন ধরে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকতা করেছেন তিনি৷ ‘সি অফ পপিস’ লিখে ২০০৮ সালে ম্যান বুকারের জন্যও নির্বাচিত হয়েছিলেন তিনি৷
৫৭. পৃথিবীর প্রথম কার্যকরী ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে শুরু হল ?
(A) রাশিয়া
(B) ফ্রান্স
(C) জাপান
(D) যুক্তরাষ্ট্র
প্রথমবারের মত ‘ভাসমান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘একাডেমিক লমোনসভ’ উন্মোচন করেছে রাশিয়া।
৪৭২ ফুট দৈর্ঘ্য এবং ৯৮ ফুট প্রস্থের এ জাহাজটিতে দুইটি পারমাণবিক চুল্লি রয়েছে যা ৩৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ২০১৯ সালের গ্রীষ্মের মধ্যে ২১হাজার টন এ জাহাজটি একদম রাশিয়ার উত্তর-পূর্বে আর্কটিক কেন্দ্রের উত্তরে পেভেক বন্দরের দিকে এগিয়ে যাবে।
৫৮. কোন তারিখে, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় ?
(A) ডিসেম্বর ১৪
(B) ডিসেম্বর ১৩
(C) ডিসেম্বর ১৫
(D) ডিসেম্বর ১৬
৫৯. মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন –
(A) সি. এইচ. চুঙ্গা
(B) লাল থানাওয়ালা
(C) জোরামথাঙ্গা
(D) ইফফুঙ্গা সাইলো
আইজলের রাজভবনে তৃতীয়বারের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোরামথাঙ্গা। তিনি শপথবাক্য পাঠ করেন মিজো ভাষায়।
৬০. ভারতীয় উপকূল রক্ষা বাহিনী ( Indian Coast Guard ) ওড়িশা উপকূলে কচ্ছপদের রক্ষা করার উদ্দেশ্যে সম্প্রতি কোন অপারেশন শুরু করলো ?
(A) অপারেশন অলি
(B) অপারেশন অলিভা
(C) অপারেশন টার্টল
(D) অপারেশন রক্ষক
To check our latest Posts - Click Here