ভূগোল MCQ – সেট ২২
Geography MCQ – Set 22
১১১১. [WBCS 2013] লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত –
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মনিপুর
লোকটাক হ্রদ ভারতের মনিপুর রাজ্যের একটি হ্রদ। যা উত্তর পূর্ব্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ ৷
১১১২. [WBCS 2013] গন্ডোয়ানা বেড কিসের জন্য বিখ্যাত ?
(A) সঞ্চিত লোহা
(B) সঞ্চিত কয়লা
(C) সঞ্চিত বক্সাইট
(D) সঞ্চিত পেট্রোলিয়াম
১১১৩. কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
(A) শতদ্রু
(B) রভি
(C) চেনাব
(D) ঝিলম
১১১৪. [WBCS 2013] ভারতে পাট প্রধানত উৎপন্ন হয় –
(A) তামিলনাড়ুতে
(B) পশ্চিমবঙ্গে
(C) কেরালাতে
(D) হিমাচল প্রদেশে
১১১৫. ভারতের প্রথম পরমাণু চুল্লীর নাম হল –
(A) উর্বশী
(B) অপ্সরা
(C) কামিনী
(D) রোহিণী
১১১৬. রাজস্থানের কোন জেলায় প্রচুর তামা ( Copper ) সঞ্চিত আছে ?
(A) জয়পুর
(B) বিকানের
(C) যোধপুর
(D) ঝুমঝুনু
১১১৭. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গকে নেপাল থেকে প্রথক করেছে ?
(A) বক্সা-দুয়ার
(B) সিঙ্গলীলা পর্বতশ্রেণী
(C) ডুয়ার্স
(D) দুরপিন্দার
১১১৮. বাইলাডিলা খনি থেকে লৌহ আকরিক জাপান ও দক্ষিণ কোরিয়াতে রপ্তানি হয় কোন বন্দরের সাহায্যে ?
(A) হলদিয়া বন্দর
(B) বিশাখাপত্তনম বন্দর
(C) পারাদ্বীপ বন্দর
(D) মুম্বাই বন্দর
১১১৯. লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
(A) যমুনা
(B) তাপ্তি
(C) শিপ্রা
(D) গোমতী
১১২০. হাওয়া মহল কোন শহরে অবস্থিত ?
(A) উদয়পুর
(B) আগ্রা
(C) জয়পুর
(D) বাঙ্গালুরু
To check our latest Posts - Click Here