সাধারণ জ্ঞান MCQ – সেট ৩৪
General Awareness MCQ – Set 34
১০৫১. প্রবাল কীট দ্বারা তৈরী সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কী বলে ?
(A) প্রতিবন্ধক দ্বীপ
(B) অ্যাটল
(C) স্পিড
(D) টম্বোলো
১০৫২. নেপালের সর্বশেষ রাজা ছিলেন –
(A) রাজা ধীরেন্দ্র
(B) রাজা বীরেন্দ্র
(C) রাজা জ্ঞানেন্দ্র
(D) রাজা মহেন্দ্র
১০৫৩. RAM – কথাটির পুরো অর্থ –
(A) Rapid Authentication Memory
(B) Rapid Access Memory
(C) Reverse Access Memory
(D) Random Access Memory
১০৫৪. RDX আবিষ্কার করেছিলেন –
(A) আলফ্রেড নোবেল
(B) সোডি
(C) জর্জ ফ্রেডরিক হেনিং
(D) ফিলিপ ডি স্লোয়ানে
১০৫৫. ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় ?
(A) বোরন ও অ্যালুমিনিয়াম
(B) সিলিকন ও জার্মেনিয়াম
(C) ইরিডিয়াম ও টাংস্টেন
(D) নিউবিউম ও কলাম্বিয়াম
১০৫৬. লোহাতে জং ( Rust ) পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয় ?
(A) অ্যালুমিনিয়াম
(B) কার্বন
(C) ক্রোমিয়াম
(D) টিন
১০৫৭. মানবদেহে জেরোপথ্যালমিয়া হয় কোন ভিটামিনের অভাবে ?
(A) ভিটামিন A
(B) ভিটামিন D
(C) ভিটামিন K
(D) ভিটামিন C
১০৫৮. অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায় ?
(A) ৫
(B) ৭
(C) ১২
(D) ১৩
১০৫৯. দুধকে যখন মন্থন করা হয় তখন ক্রিম আলাদা হয়ে যায় –
(A) মহাকর্ষীয় বলের (Gravitational Force )জন্য
(B) ঘর্ষণ বলের (Frictional Force ) জন্য
(C) অপকেন্দ্র বলের (Centrifugal Force ) জন্য
(D) অভিকেন্দ্র বলের (Centripetal Force ) জন্য
১০৬০. নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করে না ?
(A) বৈদ্যুতিক ঘণ্টা
(B) বৈদ্যুতিক ইস্ত্রি
(C) লাউড স্পিকার
(D) হার্ড ডিস্ক
To check our latest Posts - Click Here