QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮১

Bengali Quiz – Set 81

১. “বিনায়ক চতুর্থী” কোন দেবতার সম্মানে পালন করা হয় ?

উত্তর :
গণেশ
সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত।

২. রাজ্যসভার বিরোধী নেতা থেকে প্রথম কে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন ?

উত্তর :
মনমোহন সিং

৩. ১৪ বছর পরে কোন বিখ্যাত বলিউড ব্যক্তিত্ব “ইংলিশ ভিংলিশ” চলচিত্রটির মাধ্যমে আবার বলিউডে ফিরে আসেন ?

উত্তর :
শ্রীদেবী

৪. প্রথম কোন উইকেট কিপার ১০০ টি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দলের অধিনায়ক ছিলেন ?

উত্তর :
এম. এস. ধোনি

৫. ভারতের কোন বিল্ডিংটিকে আগে কাউন্সিল হাউস বলা হত ?

উত্তর :
পার্লামেন্ট



৬. শেখ সেলিম চিস্তির নাম কোন মুঘল সম্রাটের নামকরণ করা হয়েছিল ?

উত্তর :
জাহাঙ্গীর

৭. কোন পাখির ডিম্ তার মায়ের আয়তনের তুলনায় সবথেকে ছোট ?

উত্তর :
উট পাখি

৮. সালমান খান ও ক্যাটরিনা কাইফের একসাথে অভিনয় করা প্রথম সিনেমা কোনটি ?

উত্তর :
মেইনে প্যার কিউ কিয়া

৯. সেক্সপিয়ার দ্বারা সৃষ্ট চরিত্রগুলির মধ্যে কার লাইন সব থেকে বেশি ?

উত্তর :
হ্যামলেট

১০. অ্যামোনিয়া দহন করলে কি রঙের শিখা উৎপন্ন হয় ?

উত্তর :
হলুদ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

দেখে নাও
Close
Back to top button