সাম্প্রতিকী – ২০১৮ নভেম্বর মাস

৮১. সাম্প্রতিক ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০১৯ অনুযায়ী, কোন রাজ্যটির কর্মসংস্থানের হার সবথেকে বেশি ?
(A) হরিয়ানা
(B) অন্ধ্র প্রদেশ
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ
৮২. সম্প্রতি প্রয়াত সন্দীপ মাইকেল, কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
(A) কুস্তি
(B) হকি
(C) টেনিস
(D) বক্সিং
৮৩. সামরিক মহড়া “বজ্র প্রহার” ভারত ও কোন দেশের মধ্যে সম্প্রতি সম্পন্ন হল ?
(A) রুশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) আমেরিকা
(D) ব্রিটেন
৮৪. এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED ) নতুন অন্তর্বর্তী মহাপরিচালক ( Chief ) হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন ?
(A) অনিল ধসমানা
(B) সঞ্জয় কুমার মিশ্র
(C) বীরেন্দ্র সিংহ ধানোয়া
(D) সুনীল লাম্বা
৮৫. বিশ্ব টেলিভশন দিবস সারা বিশ্বজুড়ে কবে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৯
(B) নভেম্বর ২১
(C) নভেম্বর ২৩
(D) নভেম্বর ২৫
৮৬. “Uber Eats” সম্প্রতি কোন বলিউড ব্যক্তিত্বকে তার ব্র্যাড এম্বাসেডর নিযুক্ত করলো ?
(A) রণবীর কাপুর
(B) আয়েশা টাকিয়া
(C) আলিয়া ভাট
(D) বিদ্যা বালান
৮৭. ২০১৮ সালের ICFT ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছে কোন দুটি ভারতীয় সিনেমা ?
(A) Baaram and Walking with the Wind
(B) Gold and Paarka Thonuthe
(C) Hichki and Bangistan
(D) Saranalayam and Raazi
৮৮. ২০১৮ সালের ICC মহিলা বিশ্ব 20-20 টুর্নামেন্টে কোন দেশের জাতীয় দল জিতেছে ?
(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) ভারত
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড
৮৯. ২০১৮ সালের আন্তর্জাতিক গীতা উৎসবে ভারতের সহযোগী দেশ কোনটি ?
(A) শ্রীলংকা
(B) নেপাল
(C) মরিশাস
(D) মায়ানমার
৯০. শাস্ত্রীয় সংগীতের জন্য ২০১৮ সালের ভারত রত্ন পণ্ডিত ভীমসেন জোশী ( LTA ) পুরস্কারটি কাকে দেওয়া হল ?
(A) রনু মজুমদার
(B) হরিপ্রসাদ চৌরাশিয়া
(C) রাকেশ চৌরাশিয়া
(D) কেশব গিন্দে
৯১. সম্প্রতি প্রয়াত প্লেব্যাক গায়ক মোহাম্মদ আজিজ কোন রাজ্যে বাসিন্দা ছিলেন ?
(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) তেলেঙ্গানা
(D) অন্ধ্র প্রদেশ
পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্মগ্রহণ করেন। তাঁর কিছু বিখ্যাত সৃষ্টি – “মাই নাম ইস লখন”, “আপ কে আ জানে সে” এবং “দিল লে গেই তেরি বিন্দিয়া” ।
৯২. কোন দিনটিতে ভারতে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ?
(A) নভেম্বর ২৬
(B) নভেম্বর ২৭
(C) নভেম্বর ২৮
(D) নভেম্বর ২৫
ভারতের শ্বেত বিপ্লবের জনক ভার্গেস কুরেনের জন্মবার্ষিকী ২৬শে নভেম্বরে ভারতে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ।
৯৩. ভারতীয় অঙ্গ দান দিবস নিম্নলিখিত কোন তারিখে পালন করা হয় ?
(A) নভেম্বর ২৭
(B) নভেম্বর ২৬
(C) নভেম্বর ২৯
(D) নভেম্বর ৩০
৯৪. ৯বম ভারতীয় অঙ্গ দান দিবসে কোন রাজ্যকে অঙ্গদানের ক্ষেত্রে সেরা নির্বাচিত করা হয়েছে ?
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র
৯৫. গোয়াতে অনুষ্ঠিত ৪৯তম International Film Festival of India (IFFI-2018) -তে কোন সিনেমাটি গোল্ডেন পিকক ( Golden Peacock ) পুরস্কার পেয়েছে ?
(A) When the Trees Fall
(B) Ee Ma Yau
(C) Walking with the Wind
(D) Donbass
Donbass বিদেশি ভাষার সেরা চলচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ।
৯৬. ২০১৮ সালে ১৩তম G20 সামিটটি কোন শহরে হতে চলেছে ?
(A) প্যারিস
(B) নিউ ইয়র্ক
(C) বুয়েনস আয়ার্স
(D) সিডনি
৯৭. ২০১৮ সালে ভারত ও আমেরিকার মধ্যে “Cope India 2019 ” সামরিক মহড়াটি কোথায় হতে চলেছে ?
(A) দিল্লি
(B) রাজস্থান
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাট
৯৮. জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন ?
(A) গ্রিগোল বাসাদজি
(B) ইরাকিল কবাক্হীদজি
(C) শালোমী জুরাবিসভিল্লি
(D) মিখেইল সাকাশভিলি
৯৯. NATO অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে একমাত্র কোনটিতে মহিলা সেনাপ্রধান রয়েছে ?
(A) স্লোভেনিয়া
(B) এস্তোনিয়া
(C) ল্যাটভিয়া
(D) রোমানিয়া
মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত যেকোনো দেশের ক্ষেত্রেও এটা প্রথম। ৫৫ বছর বয়সী মেজর জেনারেল আলেঙ্কা আরমেনিককে সেনাপ্রধানের দায়িত্ব দেয় দেশটির সরকার
১০০. বিশ্ব দাবা প্রতিযোগিতা (World Chess Championship ) সম্প্রতি কে জিতলো ?
(A) বিশ্বনাথ আনন্দ
(B) ম্যাগনাস কার্লসেন
(C) লোরেন ডিং
(D) ফাবিয়ানো কারুয়ানা
১০১. ২৬শে নভেম্বর ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কাকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত করলো ?
(A) সুকুমার সেন
(B) সুনীল অরোরা
(C) ওমপ্রকাশ রাওয়াত
(D) রাজীব মেহের্ষি
১০২. ২০১৮ সালের জন্য কাকে “Chevalier de la Legion d’Honneur ( Knight of the Legion of Honour)” সম্মান দেওয়া হবে ?
(A) রতন টাটা
(B) আজিম প্রেমজি
(C) আনন্দ মাহিন্দ্রা
(D) সৌমিত্র চ্যাটার্জী
নতুন নিযুক্ত
পদ | নিযুক্ত হয়েছেন |
---|---|
ভারতের “Competition Commission ” -এর চেয়ারম্যান | অশোক কুমার গুপ্তা |
ইন্দো-তিব্বতী বর্ডার পুলিশ (ITBP) – এর ডি.জি | এস. এস. দেশওয়াল |
লোকসভার সেক্রেটারি জেনারেল | স্নেহলতা শ্রীবাস্তব |
ইরানে ভারতের রাষ্ট্রদূত | গদ্দাম ধর্মেন্দ্র |
এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি | গোভিন্দ মাথুর |
পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি | অমরেশ্বর প্রতাপ শাহী |
Inland Waterways Authority of India | জলজ শ্রীবাস্তব |
“Uber Eats” ব্র্যাড এম্বাসেডর | আলিয়া ভাট |
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED ) নতুন অন্তর্বর্তী মহাপরিচালক ( Chief ) | সঞ্জয় কুমার মিশ্র |
ইন্টারপোলের নতুন রাষ্ট্রপতি | কিম জং ইয়াং |
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার | সুনীল অরোরা |
স্লোভেনিয়ার মহিলা সেনাপ্রধান | আলেঙ্কা আরমেনিক |
জর্জিয়ার প্রেসিডেন্ট | শালোমী জুরাবিসভিল্লি |
সাম্প্রতিক পুরস্কার প্রাপক
পুরস্কার | প্রাপক |
---|---|
নাইট অফ দ্য লিজিয়ন অব অনার ( ২০১৮ ) | জওহর লাল সরিন |
এজুথাচান পুরস্কার | এম. মুকুন্দন |
রাজা রাম মোহন রায় পুরস্কার ( ২০১৮ ) | এন. রাম |
Distinguished Fellow Award (বোস্টন ইন্ডিয়া গ্লোবাল) | অনুপম খের |
২০১৮ সালের লন্ডন প্রেস ফ্রিডম পুরস্কার | স্বাতী চতুর্বেদী |
২০১৮ সালের মুনিন বারকোটোকি সাহিত্য পুরস্কার | দেবভূষণ বোরা |
২০১৮ সালের ইন্দিরা গান্ধী পুরষ্কার | Centre for Science and Environment (CSE) |
২০১৮ সালের ভারত রত্ন পণ্ডিত ভীমসেন জোশী ( LTA ) পুরস্কার | কেশব গিন্দে |
২০১৮ সালে তৃতীয় সায়াজি রত্ন পুরস্কার | অমিতাভ বচ্চন |
ইউরোপিয়ান ট্যুরের ‘Rookie of the Year’ পুরস্কার | শুভঙ্কর শর্মা |
Mexican Order of the Aztec Eagle সম্মান | শ্যামা প্রসাদ গাঙ্গুলি |
Chevalier de la Legion d’Honneur ( Knight of the Legion of Honour) | আজিম প্রেমজি |
To check our latest Posts - Click Here
November month current affairs ta pdf format e kindly dile valo hoto
PDF সেকশনে পেয়ে যাবেন