সাম্প্রতিকী – ২০১৮ নভেম্বর মাস

৬১. ২০১৮ সালের বিশ্ব টয়লেট দিবসের থিম কি ছিল ?
(A) Follow the Flush
(B) Toilets and Nutrition
(C) Wastewater
(D) When Nature Calls
প্রতিবছর ১৯শে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় ।
৬২. ভারতের প্রথম “শ্রী বিশ্বকর্মা স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি” নিম্নলিখিত কোন রাজ্যে তৈরী হতে চলেছে ?
(A) ঝাড়খণ্ড
(B) হরিয়ানা
(C) আসাম
(D) মহারাষ্ট্র
৬৩. নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য ২০১৮ সালের ইন্দিরা গান্ধী পুরষ্কার জিতেছে ?
(A) ISRO
(B) UNHCR
(C) UNESCO
(D) CSE
Centre for Science and Environment (CSE)
৬৪. “ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (Inland Waterways Authority of India )” নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) অজয় কুমার পাণ্ডে
(B) রচিত কুলভুশন
(C) জলজ শ্রীবাস্তব
(D) নির্মল জৈন
৬৫. সম্প্রতি প্রয়াত ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) কুলদীপ সিং চাঁদপুরী, ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময় নিম্নলিখিত ঐতিহাসিক যুদ্ধগুলির মধ্যে কোনটিতে নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) লঙ্গেওয়ালার যুদ্ধ
(B) বগুড়া যুদ্ধ
(C) সিলেটর যুদ্ধ
(D) পর্বত আলীর যুদ্ধ
মাত্র ১০০ সৈনিক নিয়ে রাজস্থানের লাঙ্গোয়াল বর্ডারে ৪০ ট্যাঙ্কসহ ২ হাজার পাকিস্তানি সৈনিককে পিছু হটতে বাধ্য করেছিলেন তিনি। উল্লেখ্য, সেই ঘটনাকে কেন্দ্র করে পরে ১৯৯৭ সালে জেপি দত্তর পরিচালনায় তৈরি হয় ‘বর্ডার’। সেই সুপারহিট ছবির বিষয়বস্তু ছিল কুলদীপদের সেদিনের লড়াই। বিখ্যাত বলিউড তারকা সানি দেওল অভিনয় করেছিলেন কুলদীপের ভূমিকায়।
৬৬. কোন রাজ্য সরকার সম্প্রতি “নারী সশস্ত্রিকরণ সংকল্প অভিযান” চালু করেছে ?
(A) ঝাড়খণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) আসাম
৬৭. কে ইন্টারপোলের নতুন রাষ্ট্রপতি ( President) হিসেবে নির্বাচিত হয়েছেন ?
(A) বিল ব্রাউডার
(B) আলেকজান্ডার প্রকোপচুক
(C) মেন হংওয়েই
(D) কিম জং ইয়াং
দক্ষিণ কোরীয় পুলিশ কর্মকর্তা কিম জং ইয়াংকে দুই বছরের জন্য ইন্টারপোলের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে।
৬৮. দিল্লির বাতাস পরিষ্কার করার জন্য কৃত্রিম বৃষ্টি করার অনুমোদন সম্প্রতি কেন্দ্র সরকার কোন IIT কে দিয়েছে ?
(A) IIT কানপুর
(B) IIT ইন্দোর
(C) IIT মাদ্রাজ
(D) IIT খড়গপুর
৬৯. নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে বিশ্বের প্রথম ভূগর্ভস্থ হোটেল খোলা হয়েছে ?
(A) প্যারিস
(B) সাংহাই
(C) টোকিও
(D) নিউ ইয়র্ক
সাংহাইয়ের “The InterContinental Shanghai Wonderland” নামক ১৮তলা হোটেলটির ২টো তলা বাদে বাকিগুলি ভূগর্ভস্থ ।
৭০. কোন ভারতীয় ব্যক্তিত্বকে মেক্সিকোর সর্বোচ্চ অসামরিক সম্মান “Mexican Order of the Aztec Eagle” দিয়ে ভূষিত করা হয়েছে ?
(A) শ্যামা প্রসাদ গাঙ্গুলি
(B) নীতিন নহরিয়া
(C) অভিজিৎ ব্যানার্জী
(D) অবিনাশ দীক্ষিত
৭১. ২০১৮ সালের ছেলেদের অনুর্ধ ১৭ সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি কোন দেশ জিতলো ?
(A) আফগানিস্তান
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) ভারত
নতুন দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে “বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান” আফগানিস্তানের “আমিনী স্কুল” কে ফাইনালে পরাজিত করে এই কাপটি জিতে নিয়েছে ।
৭২. দুধে ভেজাল সনাক্ত করতে কোন IIT সম্প্রতি স্মার্টফোন ভিত্তিক সেন্সর তৈরি করেছে ?
(A) IIT-বোম্বে
(B) IIT-হায়দ্রাবাদ
(C) IIT-মাদ্রাজ
(D) IIT-কানপুর
এই সেন্সরটি দুধের অম্লতা পরিমাপ করে ভেজাল সনাক্ত করতে সক্ষম ।
৭৩. রঞ্জি ট্রফি ক্রিকেটে ১১ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলো কোন খেলোয়াড় ?
(A) শিভম চৌধুরী
(B) ওয়াসিম জাফর
(C) হিমাংশু আসনরা
(D) আলমাস শাউকাত
৭৪. জমির রেকর্ড মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন রাজ্য সরকার ‘ভুদার (ভুদার)’ পোর্টাল চালু করেছে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) আসাম
৭৫. ২০১৮ সালের “IMD World Talent Ranking” – এ ভারতের অবস্থান কততম ?
(A) ৪৫ তম
(B) ৫৩ তম
(C) ৬১ তম
(D) ৭৪ তম
৬৩ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৫৩তম । এই লিস্টে সবার ওপরে আছে সুইজারল্যান্ড ।
৭৬. ভারতের প্রথম গল্ফার কে যিনি ইউরোপিয়ান ট্যুরের ‘Rookie of the Year’ পুরস্কারটি জিতলেন ?
(A) অর্জুন আতওয়াল
(B) শিব কাপুর
(C) শুভঙ্কর শর্মা
(D) সি. মুনিয়াপ্পা
৭৭. সম্প্রতি প্রয়াত সুপরিচিত ভারতীয় শাস্ত্রীয় সংগীতজ্ঞ উস্তাদ ইমারত খান কোন ঘরানার ওস্তাদ ছিলেন ?
(A) ইমদাদখানি ঘরানা
(B) মৈহার ঘরানা
(C) সেনিয়া ঘরানা
(D) বিষণপুর ঘরানা
উস্তাদ ইমারত খান পদ্মশ্রী প্রত্যাহার করেছিলেন তাঁর স্বীকৃতি দেরি করে দেবার জন্য ।
৭৮. ২০১৮ সালে তৃতীয় সায়াজি রত্ন পুরস্কার দিয়ে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে ?
(A) আমির খান
(B) নন্দিতা দাস
(C) প্রিয়াঙ্কা চোপড়া
(D) অমিতাভ বচ্চন
বদোদরার প্রখ্যাত নেতা মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় তৃতীয়-এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৩ সাল থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয় ।
৭৯. ২০১৮ সালে ১২তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় কোন ভারতীয় অভিনেত্রী FIAPF পুরস্কার পেলেন ?
(A) প্রিয়াঙ্কা চোপড়া
(B) ঐশ্বর্য রাই
(C) দীপিকা পাডুকোন
(D) নন্দিতা দাস
৮০. কোন সঙ্গীত পরিচালক ওড়িশা পুরুষ হকি বিশ্বকাপ ২০১৮-এর গানটি রচনা করেছেন ?
(A) ইলাইয়ারাজা
(B) প্রীতম চক্রবর্তী
(C) এ. আর. রহমান
(D) এম. এম. কিরাভানি
To check our latest Posts - Click Here
November month current affairs ta pdf format e kindly dile valo hoto
PDF সেকশনে পেয়ে যাবেন