সাম্প্রতিকী – ২০১৮ নভেম্বর মাস
৪১. প্রথম কোন ভারতীয় পাপুয়া নিউ গিনির মাউন্ট গিলুয়ে আরোহন করলেন ?
(A) টাকা টামুট
(B) শিবাঙ্গী পাঠক
(C) রাজ্ সিং ধর্মশক্তু
(D) সত্যরূপ সিদ্ধান্ত
বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ১১ই নভেম্বর, ২০১৮ সালে পাপুয়া নিউ গিনির দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট গিলুয়ে জয় করলেন ।
৪২. ১৭ তম ASEAN অর্থনৈতিক পরিষদ কাউন্সিল (Economic Community Council )-এর মিটিং কোন দেশে অনুষ্ঠিত হল ?
(A) ইন্দোনেশিয়া
(B) নিউজিল্যান্ড
(C) সিঙ্গাপুর
(D) মালয়েশিয়া
৪৩. কাকে ২০১৮ সালের মুনিন বারকোটোকি সাহিত্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে ?
(A) অরূপ কালিটা পাটঙ্গিয়া
(B) হোমেন বোরহেইন
(C) দেবভূষণ বোরা
(D) ধ্রুবজ্যোতি বোরা
তরুণ লেখক ও সমালোচক ড: দেবভূষণ বোরাকে তার বই “নির্বচন” -এর জন্য আসামে মুরিন বারকোটোকি সাহিত্য পুরস্কার ২০১৮ দিয়ে সম্মানিত করা হয়েছে ।
৪৪. ২০১৮ সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম কী ছিল ?
(A) Go Blue for Breakfast
(B) Eyes on Diabetes
(C) The Family and Diabetes
(D) Women and diabetes
বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
৪৫. ভারতের প্রথম মাল্টি-মোডাল টার্মিনাল সম্প্রতি কোন নদীর উপর উদ্বোধন হল ?
(A) যমুনা
(B) গঙ্গা
(C) ব্রহ্মপুত্র
(D) গোদাবরী
এই প্রকল্পটির জন্য অভ্যন্তরীণ নৌপথে সস্তা এবং পরিবেশ বান্ধব উপায়ে Cargo পরিবহন সম্ভব হবে ।
৪৬. ভারত সম্প্রতি ক্যান্সার গবেষণাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ?
(A) জাপান
(B) ইউনাইটেড কিংডম
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
৪৭. ISRO “GSAT-29” স্যাটেলাইটটি কোন উৎক্ষেপণযান থেকে নিক্ষেপ করেছে ?
(A) GSLV Mk I
(B) GSLV Mk II
(C) GSLV Mk III
(D) GSLV Mk IV
৪৮. কোন রাজ্য পুলিশ তার কর্মীদের প্রশিক্ষণের জন্য ই-লার্নিং পোর্টাল ‘নিপুন’ চালু করেছে ?
(A) তামিলনাড়ু পুলিশ
(B) মুম্বাই পুলিশ
(C) দিল্লি পুলিশ
(D) কলকাতা পুলিশ
৪৯. কোন ভারতীয় ক্রীড়াবিদকে UNICEF ভারতের প্রথম যুব রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে ?
(A) হিমা দাস
(B) অমিত পাংগল
(C) নিরজ চোপড়া
(D) বজরং পুনিয়া
৫০. ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হবেন কোন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ?
(A) মাউরিসিও মাকরি
(B) সিরিল রামাফোসা
(C) আশরাফ গনি
(D) পেট্রো পোরোশেঙ্কো
২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এর আগে ১৯৯৫ সালে তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ।
৫১. ২০১৮ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে ?
(A) নতুন দিল্লি
(B) পুনে
(C) শিমলা
(D) পাটনা
৫২. অক্সফোর্ড ডিকশেনারী ২০১৮ সালের “Word of the Year ” হিসাবে কোন শব্দটিকে ঘোষণা করলো ?
(A) Selfie
(B) Toxic
(C) Snap
(D) Rampant
৫৩. ভারতের প্রথম হাতিদের জন্য বিশেষ হাসপাতাল কোথায় উদ্বোধন হল ?
(A) আগ্রা
(B) গুয়াহাটি
(C) তিরুবনন্তপুর
(D) মথুরা
৫৪. এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(A) গীতা মিত্তাল
(B) গোভিন্দ মাথুর
(C) দেবাশিস কর গুপ্তা
(D) হেমন্ত গুপ্তা
৫৫. পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ?
(A) গোভিন্দ মাথুর
(B) নরেশ হরিশ্চন্দ্র পাটিল
(C) মুকেশ শাহ
(D) অমরেশ্বর প্রতাপ শাহী
৫৬. বিশ্ব সহনশীলতা দিবস ( World Tolerance Day ) প্রতিবছর কবে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৪
(B) নভেম্বর ১৬
(C) নভেম্বর ৯
(D) নভেম্বর ১৩
এইবছর দুবাইয়ে বিশ্ব সহনশীলতা দিবস-এর উদ্বোধন হয়েছে ।
১৯৯৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এক প্রস্তাবে সদস্য দেশগুলোকে বছরের একটি দিন আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালনের আহ্বান জানানো হয়। পরের বছর ১৬ নভেম্বর ইউনেসকোর (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) ২৮তম অধিবেশনে ‘সহনশীলতার মৌলিক নীতি ঘোষণা’ গৃহীত হয়। এই সূত্রে এই দিনটিকেই সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
৫৭. বিশ্ব টয়লেট দিবস কবে পালন করা হয় ?
(A) নভেম্বর ১৯
(B) নভেম্বর ১৭
(C) নভেম্বর ২১
(D) নভেম্বর ২৩
৫৮. সম্প্রতি ভারতের কোন রাজ্যে হুক্কা বার বন্ধ হল ?
(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) হিমাচল প্রদেশ
(D) রাজস্থান
৫৯. ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কোন সিনেমাটি ?
(A) The Third Wife
(B) Judgement Day
(C) Sun goes round the Earth
(D) Widow of Silence
৫৯. ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কোন সিনেমাটি ?
(A) The Third Wife
(B) Judgement Day
(C) Sun goes round the Earth
(D) Widow of Silence
৬০. মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি কোন কমিউনিটিকে একটি নতুন বিভাগ ‘Socially and Educationally Backward Class (SEBC)’ – এর অধীনে সংরক্ষণ প্রদান করলো ?
(A) মারাঠা
(B) বৌদ্ধ
(C) লিঙ্গায়েত
(D) ধাঙ্গার
To check our latest Posts - Click Here
November month current affairs ta pdf format e kindly dile valo hoto
PDF সেকশনে পেয়ে যাবেন