সাম্প্রতিকী – ২০১৮ নভেম্বর মাস
২১. সম্প্রতি নির্মিত একানা ক্রিকেট স্টেডিয়ামটি কোন শহরে অবস্থিত ?
(A) উদয়পুর
(B) লখনউ
(C) নতুন দিল্লি
(D) পুনে
৬ই নভেম্বর, যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার নতুন করে নির্মিত একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে । স্টেডিয়ামটি এখন ‘ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ হিসাবে পরিচিত হবে ।
২২. বোস্টনে ইন্ডিয়া গ্লোবাল দ্বারা কোন বিখ্যাত ব্যক্তিত্বকে ‘Distinguished Fellow Award’ দিয়ে সম্মানিত করা হয়েছে ?
(A) শচীন টেন্ডুলকার
(B) সুধা মূর্তি
(C) অনুপম খের
(D) পিযূষ গোয়েল
২৩. নিম্নোক্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জন্য সম্প্রতি সুপ্রিমকোর্ট পৃথক হাইকোর্টের সম্মতি প্রদান করেছে ?
(A) নাগাল্যান্ড
(B) অন্ধ্রপ্রদেশ
(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(D) মিজোরাম
ভারতের সুপ্রীম কোর্ট সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পৃথক হাইকোর্টের দাবিতে সম্মতি প্রদান করেছে । এটি ১লা জানুয়ারী ২০১৯ থেকে কাজ শুরু করবে। এটি দেশের ২৫তম উচ্চ আদালত হবে এবং প্রাথমিকভাবে এটি একটি অস্থায়ী কাঠামো থেকে কাজ শুরু করবে। স্থায়ী ভবন তৈরী হবে রাজ্যের রাজধানী আমরাবতীতে । ২২ শে জুন, ২০১৪ তারিখে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার রাজ্য বিভাজন হওয়ার পর থেকে হায়দ্রাবাদে দুটি রাজ্যের জন্যই একটি সাধারণ হাইকোর্ট ছিল ।
২৪. কোন রাজ্য সরকার সম্প্রতি আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ নাগরিক বান্ধব ‘মো বাস’ পরিষেবা চালু করেছে ?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) কেরালা
এই বাসগুলিতে থাকবে ফ্রি WiFi , CCTV ক্যামেরা, বাস স্টপ দেখানোর ডিসপ্লে এবং বাস স্টপগুলি সম্পর্কে জন্য ডিজিটাল প্রচার ।
২৫. লোকসভার নতুন মহাসচিব ( সেক্রেটারি জেনারেল ) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) স্নেহলতা শ্রীবাস্তব
(B) অনুপ মিশ্র
(C) রাম দেবী
(D) নিশাল জৈন
লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এক বছরের জন্য লোকসভায় সেক্রেটারি জেনারেল স্নেহলতা শ্রীবাস্তবের মেয়াদ বাড়িয়েছেন ।
২৬. কুয়েতে এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ ২০১৮- তে কোন ভারতীয় শ্যুটার পুরুষদের বিভাগে স্কিট স্বর্ণপদক (skeet gold ) জিতেছে ?
(A) সৌরভ চৌধুরী
(B) অর্জুন বাবুতা
(C) অঙ্গদ বীর সিং
(D) হৃদয় হাজারিকা
কুয়েতে ৮ম এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে , অঙ্গদ বীর সিং ৭ই নভেম্বর ফাইনালে ৬০ এর মধ্যে ৬০ পয়েন্ট করে রেকর্ডের সাথে পুরুষের স্কিট স্বর্ণ জিতেছেন ।
২৭. ভারতের “Competition Commission ” -এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে ?
(A) জি পি মিত্তাল
(B) ইউ সি নাহতা
(C) অশোক কুমার গুপ্তা
(D) স্মিতা ঝিংরান
২৮. কোন ভারতীয় ব্যক্তিত্ব সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান “নাইট অফ দ্য লিজিয়ন অব অনার” পেলেন ?
(A) কৈলাশ সত্যার্থী
(B) অমর্ত্য সেন
(C) জওহর লাল সরিন
(D) সৌমিত্র চট্টোপাধ্যায়
২৯. কোন তারিখে, ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় ?
(A) নভেম্বর ৭
(B) নভেম্বর ৯
(C) নভেম্বর ১০
(D) নভেম্বর ১১
৩০. কোন IIT ৫০০ kg ক্ষমতা সম্পন্ন একটি পোর্টেবল সৌর-চালিত ঠান্ডা স্টোরেজ ডিভাইস তৈরি করেছে ?
(A) IIT ইন্দোর
(B) IIT বোম্বে
(C) IIT কানপুর
(D) IIT মাদ্রাজ
৩১. কুস্তির বিশ্ব-র্যাঙ্কিংয়ে বাকিদের টেক্কা দিয়ে, ৬৫ কেজি ক্যাটেগরিতে এই প্রথমবার শীর্ষে উঠে এলেন কোন ভারতীয় কুস্তিগীর ?
(A) সুশীল কুমার
(B) সঞ্জীত কুমার
(C) যোগেশ্বর দত্ত
(D) বজরং পুনিয়া
৩২. ভারতীয় সেনাবাহিনীর জন্য কোন দেশ থেকে ভারত সম্প্রতি M777 হোয়াইটজার কিনলো ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) দক্ষিণ কোরিয়া
(C) রাশিয়া
(D) ইতালি
K9 বজ্র , M777 হোয়াইটজার সহ নতুন কিছু আর্টিলারি বন্দুক এবং সরঞ্জাম সম্প্রতি মহারাষ্ট্রের নাশিক জেলার দেওলালী আর্টিলারি সেন্টারে ভারতীয় সেনাবাহিনীতে আমদানি করা হয়েছে ।
৩৩. জনস্বাস্থ্যের জন্য যোগের আন্তর্জাতিক সম্মেলন (International Conference on Yoga ) ভারতের কোন শহরে আয়োজিত হবে ?
(A) কলকাতা
(B) পাঞ্জিম
(C) আগরতলা
(D) ভোপাল
গোয়ার রাজধানী পানাজি ( পাঞ্জিম )
৩৪. কোন রাজ্য সরকার “জশন-ই-ভিরাসাত -ই-উর্দু” উৎসব উদযাপন করছে ?
(A) উত্তরাখণ্ড
(B) তেলঙ্গানা
(C) দিল্লি
(D) ঝাড়খন্ড
দিল্লি সরকার উর্দু সংস্কৃতি ও তার ঐতিহ্যকে উৎসাহিত ও সংরক্ষণের জন্য “জশন-ই-ভিরাসাত -ই-উর্দু” উৎসব পালন করছে।
৩৫. কোন দেশ প্রথম প্রবাল ( reef ) -এর জন্য ক্ষতিকারক সানস্ক্রীন নিষিদ্ধ করার কথা ঘোষণা করলো ?
(A) নাউরু
(B) পাপুয়া
(C) নিউ গিনি
(D) ভানুয়াটু
৩৬. কোন ভারতীয় সাংবাদিক সাহসিকতার জন্য ২০১৮ সালের লন্ডন প্রেস ফ্রিডম পুরস্কার জিতেছেন ?
(A) রবিশ কুমার
(B) অর্ণব গোস্বামী
(C) স্বাতী চতুর্বেদী
(D) ধ্রুব রাঠী
BJP এর IT সেলকে ফাঁস করিয়ে ভারতীয় ফ্রিল্যান্স সাংবাদিক স্বাতী চতুর্বেদী ২০১৮ সালের লন্ডন প্রেস ফ্রিডম পুরস্কার জিতেছেন ।
৩৭. মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (NBER) এর প্রতিবেদন অনুযায়ী নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের সবথেকে ঘনবসতিপূর্ণ শহর ?
(A) ব্যাঙ্গালুরু
(B) দিল্লি
(C) চেন্নাই
(D) কলকাতা
ব্যাঙ্গালুরুর পরেই রয়েছে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা
৩৮. ভারত ও কোন দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়া ‘সমুদ্র শক্তি ২০১৮’ শুরু হয়েছে ?
(A) ইন্দোনেশিয়া
(B) সিচিলিস
(C) ভানুয়াটু
(D) ফিলিপাইন
৩৯. ২০১৯ সালের সাধারণ নির্বাচনে যুবকদের যোগদান বাড়ানোর জন্য ভারত সরকার টুইটারে কোন সামাজিক উদ্যোগ সম্প্রতি চালু করেছে ?
(A) #PowerOf18
(B) #PowerOfVoters
(C) #PowerOf19
(D) #PowerOfElection
৪০. সম্প্রতি প্রয়াত স্ট্যান লি কোন দেশের কিংবদন্তি কমিক বই লেখক ছিলেন ?
(A) দক্ষিণ আফ্রিকা
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ফ্রান্স
(D) কানাডা
মার্কিন কমিক বই লেখক, মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট এবং স্পাইডার ম্যান, আয়রন ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, দ্য ইনক্রেডিবল হাল্কের মতো জনপ্রিয় সুপারহিরোদের স্রষ্টা স্ট্যান লি ৯৫ বছর বয়সে মারা গেছেন।
১৯৬১ সালে তিনি “লী দ্য ফ্যান্টাস্টিক ফোর ফর মার্ভেল কমিকস” তৈরি করেন।
সেই থেকে তাকে পপ কালচারের জনক হিসেবে আখ্যা দেয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে লি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
To check our latest Posts - Click Here
November month current affairs ta pdf format e kindly dile valo hoto
PDF সেকশনে পেয়ে যাবেন