সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০
General Awareness MCQ – Set 30
৯৬১. ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম “মুগা সিল্ক” -এর বৃহত্তম উৎপাদক অঞ্চল ?
(A) আসাম
(B) তামিলনাড়ু
(C) মহারাষ্ট্র
(D) পশ্চিম বঙ্গ
৯৬২. লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) ব্যাঙ্গালুরু
(B) গ্যাংটক
(C) গুয়াহাটি
(D) কোচি
৯৬৩. রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “ভারত পথিক” আখ্যা দিয়েছিলেন ?
(A) মহাত্মা গান্ধী
(B) রাজা রামমোহন রায়
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) বিদ্যাসাগর
৯৬৪. শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
(A) কলকাতা
(B) বর্ধমান
(C) বীরভূম
(D) উওর ২৪ পরগনা
৯৬৫. পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেন ?
(A) পিয়েত্রা ভাল্লে
(B) কর্নেল স্লীম্যান
(C) রালফ ফিচ
(D) এডওয়ার্ড জোন্স
৯৬৬. সরোজিনী নাইডুর আসল নাম কি ?
(A) পদ্মিনী গঙ্গোপাধ্যায়
(B) সরোজিনী চট্টোপাধ্যায়
(C) সরোজিনী বন্দোপাধ্যায়
(D) অপর্ণা মুখোপাধ্যায়
৯৬৭. ‘U and Me’ ক্যাম্পেনটি কোন রোগের সাথে যুক্ত ?
(A) কলেরা
(B) ডেঙ্গু
(C) ম্যালেরিয়া
(D) এডস
৯৬৮. যীশু খ্রীষ্টেকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে ?
(A) ৪ BC
(B) ৪ AD
(C) ৩০ AD
(D) ১ AD
৯৬৯. WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে ?
(A) বাঘ
(B) বৃহৎ পাণ্ডা
(C) ডোডো
(D) একশৃঙ্গ গন্ডার
৯৭০. আন্তর্জাতিক আদালতের বিচারক পদের স্থায়িত্ব কত বছর ?
(A) পাঁচ বছর
(B) ছয় বছর
(C) নয় বছর
(D) দশ বছর
To check our latest Posts - Click Here