Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭

General Awareness MCQ – Set 27

৯৩১. পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন ?

(A) কৃষ্ণাবতী
(B) পদ্মাবতী
(C) সংযুক্তা
(D) সৌম্যবতী

উত্তর :
(C) সংযুক্তা

৯৩২. ঔরঙ্গজেব তাঁর পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন ?

(A) তাজমহল
(B) আগ্রা ফোর্ট
(C) লাল কেল্লা
(D) মতি মসজিদ

উত্তর :
(B) আগ্রা ফোর্ট

৯৩৩. কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুতমিশের সমাধি রয়েছে ?

(A) তাজমহল
(B) কুতুব মিনার
(C) আগ্রা ফোর্ট
(D) লাল কেল্লা

উত্তর :
(B) কুতুব মিনার

৯৩৪. প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি একক ভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন ?

(A) অভিনব বিন্দ্রা
(B) লিয়েন্ডার পেজ
(C) রাজ্যবর্ধন সিং রাঠোর
(D) ধ্যানচাঁদ

উত্তর :
(C) রাজ্যবর্ধন সিং রাঠোর

২০০৪ সালের অলিম্পিকে জেতেন


৯৩৫. মানবত্বকে কতগুলি স্তর রয়েছে ?

(A) ২ টি
(B) ৩ টি
(C) ৪ টি
(D) ৭ টি

উত্তর :
(B) ৩ টি

তিনটি স্তর রয়েছে – এপিডার্মিস , ডার্মিস ,  হাইপো ডার্মিস




৯৩৬. ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন কোন ভারতীয় মহিলা ?

(A) আরতি সাহা
(B) বুলা চৌধুরী
(C) কণিকা সেনগুপ্ত
(D) মালাবাথ সিং পূর্ণা

উত্তর :
(A) আরতি সাহা

৯৩৭. কোন ইনস্টিটিউশন বিশ্ব ব্যাংকের “Soft Loan Window”  নামে পরিচিত ?

(A) International Monetary Fund
(B) International Development Association
(C) International Finance Corporation
(D) Indian Development Forum

উত্তর :
(B) International Development Association 

৯৩৮. পৃথিবী দিবস ( Earth Day ) কবে পালন করা হয় ?

(A) এপ্রিল ৫
(B) জুন ৫
(C) এপ্রিল ২২
(D) ফেব্রুয়ারী ১৬

উত্তর :
(C) এপ্রিল ২২

৯৩৯. ভারত ও নেপালের মধ্যে চলা একমাত্র আন্তর্জাতিক ট্রেনটির নাম কি ?

(A) মহাপরিনির্বান এক্সপ্রেস
(B) মৈত্রী এক্সপ্রেস
(C) পশুপতি এক্সপ্রেস
(D) কাঠমান্ডু এক্সপ্রেস

উত্তর :
(A) মহাপরিনির্বান এক্সপ্রেস

মহাপরিনির্বান এক্সপ্রেস। এটি বুদ্ধের জীবনের সংগে সম্পর্কযুক্ত স্থান গুলো ঘুরে দেখানোর জন্য দুই দেশের সরকারের মিলিত উদ্দোগে চালিত একটি লাক্সারি টুরিস্ট ট্রেন।


৯৪০. কাঁচি কোন শ্রেণীর লিভার ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) কোনো লিভার নয় ।

উত্তর :
(A) প্রথম

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button