সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭
General Awareness MCQ – Set 27
৯৩১. পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন ?
(A) কৃষ্ণাবতী
(B) পদ্মাবতী
(C) সংযুক্তা
(D) সৌম্যবতী
৯৩২. ঔরঙ্গজেব তাঁর পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন ?
(A) তাজমহল
(B) আগ্রা ফোর্ট
(C) লাল কেল্লা
(D) মতি মসজিদ
৯৩৩. কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুতমিশের সমাধি রয়েছে ?
(A) তাজমহল
(B) কুতুব মিনার
(C) আগ্রা ফোর্ট
(D) লাল কেল্লা
৯৩৪. প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি একক ভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন ?
(A) অভিনব বিন্দ্রা
(B) লিয়েন্ডার পেজ
(C) রাজ্যবর্ধন সিং রাঠোর
(D) ধ্যানচাঁদ
২০০৪ সালের অলিম্পিকে জেতেন
৯৩৫. মানবত্বকে কতগুলি স্তর রয়েছে ?
(A) ২ টি
(B) ৩ টি
(C) ৪ টি
(D) ৭ টি
তিনটি স্তর রয়েছে – এপিডার্মিস , ডার্মিস , হাইপো ডার্মিস
৯৩৬. ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন কোন ভারতীয় মহিলা ?
(A) আরতি সাহা
(B) বুলা চৌধুরী
(C) কণিকা সেনগুপ্ত
(D) মালাবাথ সিং পূর্ণা
৯৩৭. কোন ইনস্টিটিউশন বিশ্ব ব্যাংকের “Soft Loan Window” নামে পরিচিত ?
(A) International Monetary Fund
(B) International Development Association
(C) International Finance Corporation
(D) Indian Development Forum
৯৩৮. পৃথিবী দিবস ( Earth Day ) কবে পালন করা হয় ?
(A) এপ্রিল ৫
(B) জুন ৫
(C) এপ্রিল ২২
(D) ফেব্রুয়ারী ১৬
৯৩৯. ভারত ও নেপালের মধ্যে চলা একমাত্র আন্তর্জাতিক ট্রেনটির নাম কি ?
(A) মহাপরিনির্বান এক্সপ্রেস
(B) মৈত্রী এক্সপ্রেস
(C) পশুপতি এক্সপ্রেস
(D) কাঠমান্ডু এক্সপ্রেস
মহাপরিনির্বান এক্সপ্রেস। এটি বুদ্ধের জীবনের সংগে সম্পর্কযুক্ত স্থান গুলো ঘুরে দেখানোর জন্য দুই দেশের সরকারের মিলিত উদ্দোগে চালিত একটি লাক্সারি টুরিস্ট ট্রেন।
৯৪০. কাঁচি কোন শ্রেণীর লিভার ?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) কোনো লিভার নয় ।
To check our latest Posts - Click Here