NotesCurrent AffairsCurrent TopicsGeneral Knowledge Notes in Bengali

যুব অলিম্পিক গেমস ২০১৮

যুব অলিম্পিক গেমস ২০১৮ ( Youth Olympic Games 2018 )

Buenos Aires Youth Olympics 2018.svgআন্তর্জাতিক যুব অলিম্পিক গেমস ২০১০ সালের ১৪ থেকে ২৬ অক্টোবর প্রথম অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। অলিম্পিক গেমসের মতন এই গেমেসটিও প্রত্যেক চার বছর পর পর (গ্রীষ্মকালীন ও শীতকালীন ) অনুষ্ঠিত হয়। যুব অলিম্পিক গেমসে শুধুমাত্র ১৪ থেকে ১৮ বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে ।


২০১৮ সালের যুব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হল আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ।
এবারের যুব অলিম্পিক গেমসে ম্যাস্কটটির নাম হল – পান্ডি ।



২০৬ টি দেশের মধ্যে এবারের যুব অলিম্পিকে ভারতের স্থান ১৭ তম । ভারতের মোট প্রাপ্ত পদকসংখ্যা ১৩ টি ( ৩ টি সোনা, ৯ টি রুপা এবং একটি ব্রোঞ্জ ) ।

যুব অলিম্পিক গেমস ভেনু ( গ্রীস্মকালীন )
২০১৪২০১৮২০২২
নানজিং
চীন
বুয়েন্স আয়ার্স
আর্জেন্টিনা
ডাকার
সেনেগাল
  • উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকা বহন করেন – মনু ভ্যাকের |
  • সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকা বহন করেন – জেরেমি লালরিন্নুঙ্গা |
  • প্রথম বারের জন্য যুব অলিম্পিক গেম এবারে এশিয়ার বাইরে অনুষ্ঠিত হল |
  • এবারের গেমসে ভারতের প্রথম স্বর্ণ পদক যেতেন – জেরেমি লালরিন্নুঙ্গা |
  • এবারের গেমসে ভারতের প্রথম পদক যেতেন – তাবাবি দেবী ( রুপো ) |
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিক গেমস স্বর্ণ পদক জিতলেন – মনু ভ্যাকের |

 

২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে ভারতের পদক তালিকা :

পদকপদক জয়ীবিভাগ
স্বর্ণজেরেমি লালরিন্নুঙ্গাভারোত্তোলন
স্বর্ণমনু ভ্যাকেরশুটিং
স্বর্ণসৌরভ চৌধুরীশুটিং
স্বর্ণলক্ষ্য সেন *ব্যাডমিন্টন (মিক্সড)
রুপাআকাশ মালিকতীরন্দাজি
রুপাতুষার মানেশুটিং
রুপাতাবাবি দেবীজুডো
রুপামেহুলী ঘোষশুটিং
রুপাতাবাবি দেবী *জুডো ( মিক্সড)
রুপামনু ভ্যাকের *শুটিং ( মিক্সড)
রুপালক্ষ্য সেনব্যাডমিন্টন
রুপাসিমরানকুস্তি
রুপাপুরুষ হকি দলহকি
রুপামহিলা হকি দলহকি
রুপাসুরজ পানওয়ারঅ্যাথলেটিক্স
ব্রোঞ্জপ্রভীন চিত্র্যাভেলঅ্যাথলেটিক্স
* মার্ক করা পদকগুলো মিক্সড বিভাগে হওয়ার জন্য ভারতের একক পদক তালিকায় যোগ করা হয়নি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button