History NotesGeneral Knowledge Notes in Bengali
কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি ও তাদের গুরু – PDF
List of Famous Personalities and their Teachers in Bengali
কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি ও তাদের গুরু
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি ও তাদের গুরু – এর তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই বিখ্যাত ব্যক্তিত্ব ও তাদের গুরু। মাঝে মধ্যেই কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নাম দিয়ে পরীক্ষায় জানতে চাওয়া হয় তাঁর গুরুর নাম কি । এই নোটটির সাথে দেওয়া রইলো PDF ফাইল যেটি তোমাদের অফলাইন পড়তে সাহায্য করবে ।
ঐতিহাসিক ব্যক্তি ও তাদের গুরুর তালিকা
বিখ্যাত ব্যক্তি | গুরুর নাম | ধরণ |
---|---|---|
মহাবীর | গোসাল | দীক্ষা গুরু |
অশোক | উপগুপ্ত | দীক্ষা গুরু |
শ্রীচৈতন্য | ঈশ্বরপুরী / কেশব ভারত | দীক্ষা গুরু |
রামকৃষ্ণ | মাতা ভৈরবী / তোতাপুরী | দীক্ষা গুরু |
গ্রীকরাজ মিনান্দার | নাগসেন/ নাগার্জুন | দীক্ষা গুরু |
বল্লাল সেন | অনিরুদ্ধ ভট্ট | দীক্ষা গুরু |
হিউয়েন সাং | পন্ডিত বিনীত প্রভাব | দীক্ষা গুরু |
আলেক্সজেন্ডার | এরিস্টটল | শিক্ষা গুরু |
এরিস্টটল | প্লেটো | শিক্ষা গুরু |
প্লেটো | সক্রেটিস | শিক্ষা গুরু |
টরিসেলি | গ্যালিলিও | শিক্ষা গুরু |
গান্ধীজি | লিও টলস্টয় | আধ্যাত্বিক |
গোপালকৃষ্ণ গোখলে | রাজনৈতিক | |
সুভাষচন্দ্র বসু | চিত্তরঞ্জন দাস | রাজনৈতিক |
ক্ষুদিরাম বসু | সত্যেন বসু | রাজনৈতিক |
প্রীতিলতা ওয়াদেদ্দার | সূর্য সেন | রাজনৈতিক |
ভি. পি. সিং | লাল বাহাদুর শাস্ত্রী | রাজনৈতিক |
বি. আর. আম্বেদকর | জ্যোতিরাও ফুলে | রাজনৈতিক |
মিরা বেন | মহাত্মা গান্ধী | রাজনৈতিক |
লিওনার্দো দা ভিঞ্চি | ভেরোচ্চিও | শিক্ষা গুরু |
তানসেন | স্বামী হরিদাস | শিক্ষা গুরু |
বাল গঙ্গাধর তিলক | শিশিরকুমার ঘোষ | রাজনৈতিক |
আরও দেখে নাও :
বিভিন্ন রাজবংশের প্রথম ও শেষ সম্রাট
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি
শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF )
বিভিন্ন রাজার সভাকবি | বিভিন্ন রাজা ও তাঁর সভাকবিদের তালিকা
ঐতিহাসিক ব্যক্তিত্ব ও তাঁদের গুরু সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
গোপালকৃষ্ণ গোখলে
গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন ?
লিও টলস্টয়
আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
এরিস্টটল
সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
উপগুপ্ত
সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
চিত্তরঞ্জন দাস
Download Section
- File Name : গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি ও তাদের গুরু – PDF – বাংলা কুইজ
- File Size : 1745 KB
- Format : PDF
- No. of Pages : 03
To check our latest Posts - Click Here