প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১১
১০১. এলিসি প্যালেস অবস্থিত ➟ ফ্রান্সে
১০২. ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ➟ ফিল্ড মার্শাল
১০৩. স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত ➟ নিউ ইয়র্কে
১০৪. “Freedom behind the Bar ” – বইটির রচয়িতা ➟ কিরণ বেদী
১০৫. “The Shame”, “The Satanic Verses”, “Midnight’s Children” – বইগুলির লেখক ➟ সালমান রুশদি
১০৬. ভারতে টেলিভিশনের ইতিহাস নিয়ে লেখা “Through the Magic Window” বইটির রচয়িতা ➟ সেভান্তি নিনান
১০৭. UNCED – এর পুরো অর্থ ➟ The United Nations Conference on Environment and Development
১০৮. ভারতের বৃহত্তম এডভার্টাইসিং এজেন্সী ➟ হিন্দুস্থান থমসন এজেন্সী
১০৯. জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তা ➟ ইয়ান ফ্লেমিং
১১০. ASEAN ( The Association of Southeast Asian Nations ) এর স্থায়ী সদস্যরা হল ➟ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, মায়ানমার (বার্মা ), কাম্বোডিয়া, ব্রুনেই , লাওস
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১২
১১১. ASEAN প্রতিষ্ঠিত হয় ➟ ১৯৬৭ সালের ৮ই অগাস্ট
১১২. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ➟ সুচেতা কৃপালিনী
১১৩. দশমিক ব্যবস্থার উৎপত্তি ➟ ভারতে
১১৪. প্রথম উত্তর মেরু ( সুমেরু ) ভ্রমণ করেন ➟ রবার্ট পিয়েরি
১১৫. “The God of small things ” গ্রন্থটির রচয়িতা ➟ অরুন্ধতী রায়
১১৬. অযোধ্যা অবস্থিত ➟ সরযূ নদীর তীরে
১১৭. অগ্নি মন্দির ( Fire Temple ) হল ➟ পারসীদের উপাসনাস্থল
১১৮. আমেরিকার জাতীয় খেলা ➟ বেসবল
১১৯. বৈজন্তীমালা যে নৃত্যকলার সাথে যুক্ত ছিলেন ➟ ভারতনাট্যম
১২০. বুকার পুরস্কারটি দেওয়া হয় ➟ সাহিত্য ক্ষেত্রে
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৩
১২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হল ➟ ২ বছর
১২২. সবথেকে বেশি এশিয়ান গেমস আয়োজন করেছে ➟ থাইল্যান্ড
১২৩. USESCO ( The United Nations Educational, Scientific and Cultural Organization ) – এর সদর দপ্তর হল ➟ প্যারিসে
১২৪. ফিলোলোজি হল ➟ ভাষার অধ্যয়ণ
১২৫. ভারতে এয়ারফোর্স দিবস পালন করা হয় ➟ ৮ই অক্টোবর
১২৬. “সিটি অফ জয় (City of Joy )” বইটির লেখক ➟ ডোমিনিক লাপিয়ার
১২৭. ডেনমার্কের মুদ্রা হল ➟ ড্যানিশ ক্রোন (Danish Krone )
১২৮. শিবকুমার শর্মা হলেন ➟ সন্তুর বাদক
১২৯. কুচিপুড়ি হল ➟ অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য
১৩০. প্রথম কম্পিউটার যেটি প্রোগ্রাম করতে ও গান বাজাতে ব্যবহৃত হয়েছিল ➟ পরম
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৪
১৩১. এপিজে আব্দুল কালাম ভারত রত্ন পান ➟ ১৯৯৭ সালে
১৩২. ওয়াল স্ট্রিট হল ➟ নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ
১৩৩. ১৯৯৮ সালে সিওল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন ➟ কোফি আন্নান
১৩৪. জার্মানির মুদ্রা ➟ ইউরো
১৩৫. অপ্সরা পারমাণবিক চুল্লিকে “Swimming Pool Reactor ” বলা হয় কারণ ➟ মাধ্যম হিসেবে এতে ভারী জল ব্যবহার করা হয়
১৩৬. সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী পারমানবিক চুল্লী হল ➟ চেন্নাইয়ের কামিনী
১৩৭. ভারতের প্রথম সুপার কম্পিউটার হল ➟ পরম ( Param )
১৩৮. গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ড: সচ্চিদানন্দের নাম প্রস্তাব করেন ➟ জে বি কৃপালিনী
১৩৯. মাছের কাঁটার ন্যায় নকশাকে বলে ➟ হেরিং বোন সদৃশ নকশা
১৪০. পিলিন এক ধরণের ➟ ঘূর্ণিঝড়
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৫
১৪১. গিয়াসুদ্দিন বলবন দিল্লীর সিংহাসনে বসে ➟ ১২৬৬ খ্রিস্টাব্দ
১৪২. কে সুলতান মুঘিসুদ্দিন উপাধি ধারণ করেছিলেন ➟ মালিক চাজ্জু
১৪৩. বৃহত্তম ফুল ➟ রাফলেসিয়া
১৪৪. প্রথম সূম্পর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাঙ্ক ➟ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
১৪৫. প্রথম বিদেশি ভারতরত্ন পপ্রাপক ➟ খান আব্দুল গাফফার খান
১৪৬. এম্নেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি ➟ হিউমান রাইটস গ্রুপ
১৪৭. ভারতের সর্বোচ্চ সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছে ➟ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে
১৪৮. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ➟ সর্দার বল্লভভাই প্যাটেল
১৪৯. ভারতে প্রথম লোকপাল বিলের সূচনা হয়েছিল ➟ ১৯৬৮ খ্রিস্টাব্দে
১৫০. “সত্যম শিবম সুন্দরম” চিত্রটির সৃষ্টিকর্তা ➟ শিবানন্দন নৌটিয়াল
To check our latest Posts - Click Here