NotesGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থেকে সংগ্রহ করা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তরসহ দেওয়া রইলো । প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান, General Awareness Question Answers One Liners .

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১
১. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ৭ই এপ্রিল
২. হাইড্রোজেন বোম্ব-এর জনক বলা হয় এডওয়ার্ড টেলারকে
৩. আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় ৮ই মার্চ
৪. লিঙ্গরাজ মন্দির অবস্থিত ভুবনেশ্বরে
৫. ম্যাকাওয়ের মুদ্রার নাম পাটাকা
৬. ভারতীয় ব্যাংকগুলির প্রথম জাতীয়করণ হয় ১৯৬৯ খ্রিস্টাব্দের ১৯সে এপ্রিল, ১৪ টি ব্যাঙ্ক
৭. বাংলাদেশের মুদ্রার নাম বাংলাদেশী টাকা
৮. হায়দ্রাবাদের যমজ শহর সেকেন্দ্রাবাদ
৯. বাংলাদেশে গঙ্গা পদ্মা নাম পরিচিত
১০. Good Earth গ্রন্থটির লেখক Pearl S. Buck

Also Check : PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ২
১১. আসামের প্রধান উৎসব বিহু
১২. অর্জুন পুরস্কার চালু হয় ১৯৬১ খ্রিস্টাব্দে
১৩. মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম অবস্থিত নতুন দিল্লিতে
১৪. প্রথম রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা পুরস্কার পান মাদার টেরিজা
১৫. চকমা উদবাস্তুরা আসে বাংলাদেশ থেকে আসে
১৬. “A Secular Agenda” – বইটি লেখেন অরুন সুরি
১৭. Tee শব্দটি যুক্ত  গল্ফ খেলার সাথে
১৮. প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী
১৯. ক্রিকেট বলের ওজন ৫.৫ আউন্স / ১৫৫.৯৯ গ্রাম
২০. “ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট” অবস্থিত হায়দ্রাবাদে

Also Check : ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৩
২১. বিশ্ব এইডস ( AIDS ) দিবস পালন করা হয় ১লা ডিসেম্বর
২২. ভারতীয় সেনাবাহিনীর মোটো  “Service Before Self”
২৩. “The Making of Mahatma”  সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল
২৪. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ৯ই জানুয়ারী
২৫. UNICEF ( United Nations International Children’s Emergency Fund ) – এর সফর দপ্তর হল  নিউইয়র্ক , ১৯৪৬ সাল থেকে শুরু হয়
২৬. GATT কে প্রতিস্থাপিত করে WTO ১৯৯৫ সালের ১লা জানুয়ারী
২৭. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি
২৮. ইরাকের মুদ্রার নাম ইরকি দিনার
২৯. শীতকালীন অলিম্পিক্স চালু হয় ১৯২৪ সালে, ফ্রান্সে
৩০. “Double Fault” শব্দটি যুক্ত টেনিস খেলার সাথে

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৪
৩১. “International Atomic Energy Agency (IAEA)” এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়াতে, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৭ সালে
৩২. হোয়াইট হাউস (White House ) হল –  আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল বাসস্থান
৩৩. “Fuhrer ” শব্দটির অর্থ নেতা
৩৪. “Fuhrer” বলে ডাকা হতো –  হিটলারকে
৩৫. ব্ল্যাক প্যাগোডা বলতে বোজানো হয় কোনারকের সূর্য মন্দিরকে
৩৬. আলবেনিয়ার রাজধানী হল তিরানা
৩৭. ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন
৩৮. গ্রান্ড স্ল্যাম সিরিজটি লন টেনিসের
৩৯. বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় ২৭শে সেপ্টেম্বর
৪০. কাচারী (Kachari ) উপজাতি আসামের

Also Check : ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৫
৪১. ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয় লর্ডসে, ১৯৭৫ সালের ৭ই জুন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে
৪২. “The Child Is Father of the Man” – উক্তিটির প্রবক্তা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
৪৩. বিশ্ব জনসংখ্যা দিবস ( World Population Day ) পালন করা হয় ১১ই জুলাই
৪৪. দামোদর ভ্যালি কর্পোরেশন ( DVC ) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৭ই জুলাই
৪৫. প্রথম মানববাহী মহাকাশযান যেটি চাঁদে অবতরণ করেছিল অ্যাপোলো ১১ ( Apollo 11 )
৪৬. রেবিস দিবস পালন করা হয়  ২৮শে সেপ্টেম্বর
৪৭. মিং রাজবংশের তৈরী চীনের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬০০০ কিমি
৪৮. UNHCR ( United Nations High Commissioner for Refugees ) গঠিত হয়  ১৯৫০ সালের ১৪ই ডিসেম্বর
৪৯. UNHCR – এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে
৫০. আন্তর্জাতিক বিচারালয়ের প্রথম ভারতীয় বিচারক হলেন মহারাজা শ্রী নগেন্দ্র সিং

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৬ 
৫১. নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফ্রান্সের নাগরিক
৫২. ভারতের প্রথম কৃত্রিম উপগ্ৰহ আর্যভট্ট ( ১৯৭৫ সাল)
৫৩. “The Ground Beneath Her Feet ” – বইটির লেখক সালমান রুশদি
৫৪. রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ খ্রিস্টাব্দে
৫৫. Cubism – এর আবিষ্কর্তা পাবলো পিকাসো
৫৬. নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে
৫৭. লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি
৫৮. “Playground of Europe ” বলা হয় সুইজারল্যান্ডকে
৫৯. প্রাচীন অলিম্পিক চালু হয় গ্রীসে ( ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে )
৬০. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৭
৬১. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন আব্রাহাম লিঙ্কন
৬২. নেলসন ম্যান্ডেলার ডাক নাম ম্যাদিবা
৬৩. “লৌহমানবী” বলে পরিচিত মার্গারেট থ্যাচার
৬৪. “ব্ল্যাকহোল” থিওরির প্রবক্তা স্টিফেন হকিংস
৬৫. রেড ক্রসের প্রতিষ্ঠাতা  জ্যঁ হেনরি ডুনাল্ট
৬৬.  “সিটি অব গড” গ্রন্থের লেখক সেন্ট অগাস্টিন
৬৭. পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন আবু বরকত আলি গনিখান চৌধুরী
৬৮. ভারতীয় রেলের ম্যাসকট  ভোলু দ্য গার্ড
৬৯.  সিংকোনা গাছ থেকে যে উপক্ষার পাওয়া যায় কুইনাইন
৭০. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত অসমে

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৮
৭১. নিউইয়র্ক যে নদীর তীরে অবস্থিত হাডসন
৭২. লেখার চক আসলে ক্যালসিয়াম কার্বোনেট 
৭৩. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক মহাত্মা গান্ধী
৭৪. “A long walk to freedom” গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা
৭৫. বারাক ওবামা শান্তিতে নোবেল পান ২০০৯ সালে
৭৬. “এনথ্র্যাক্স” রোগের প্রতিষেধক আবিষ্কারক লুই পাস্তুর
৭৭. “লেডি উইথ দ্য ল্যাম্প” উপাধি পান ফ্লোরেন্সন নাইটিঙ্গেল
৭৮. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)
৭৯.  “দ্য লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি
৮০.  ওয়াটার গেট কেলেংকালীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ৯ 
৮১. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই
৮২. টেলিভিশনে যে ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ
৮৩. ১৮ বছর বয়সে ভোটাধিকার কার্যকরী হয়  ১৯৮৯ খ্রিস্টাব্দ থেকে
৮৪. The Environmental Protection Act of India – চালু হয় কত সাল থেকে ? ১৯৮৬
৮৫. MBBS – এর পুরো অর্থ  ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি
৮৬. চিঠিপত্র পাঠাতে যে PIN লাগে তার পুরো অর্থ  পোস্টাল ইনডেক্স নাম্বার
৮৭. সৈরন্ধী বনম নামে পরিচিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
৮৮. UPSC – এর চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি
৮৯. রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর নিউ ইয়র্ক
৯০. জাপানের মুদ্রার নাম জাপানি ইয়েন

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১০
৯১. ফরাসি পর্যটক যারা শাহজাহানের রাজসভায় এসেছিলেন বার্নিয়ে এবং টাভারনিয়ে
৯২. WHO-এর একমাত্র এবং প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হলেন রাজকুমারী অমৃত কৌর
৯৩. ভারতে প্রথম পরীক্ষামূলক টেলিভিশন ব্রডকাস্ট শুরু হয় ১৫ই সেপ্টেম্বর, ১৯৫৯ খ্রিস্টাব্দে
৯৪. ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওন
৯৫. ডোগরি ভাষাটি  প্রধানত জম্মু ও কাশ্মীরের
৯৬. গুড ফ্রাইডে পালন করা হয় যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার স্মৃতিতে
৯৭. সুইডেনের মুদ্রা হল ক্রোনা ( Krona )
৯৮. হোমিওপ্যাথি চিকিৎসার উৎপত্তি জার্মানিতে
৯৯. ধূমকেতু Shoemaker Levy -৯ এর একটি অংশ বৃহস্পতি গ্রহে আছড়ে পড়েছিল
১০০. প্রথম বিজবিহীন আম উৎপন্ন হয় ভারতে

To check our latest Posts - Click Here

1 2Next page
Telegram

Related Articles

Back to top button