নোবেল পুরস্কার
বন্ধুরা বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইল নোবেল পুরস্কার সম্পর্কে একটি নোট।
নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য
- সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
- “এ মার্চেন্ট অব ডেথ হু ডেড” নামক এক ফরাসি পত্রিকায় তাঁর আবিষ্কারের কারণে মৃত ব্যক্তিদের তালিকা দেখে আলফ্রেড নোবেল বিস্মিত ও দুঃখী হন ।
- আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
- প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
- অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
- মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল:
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- চিকিৎসা শাস্ত্র
- অর্থনীতি
- সাহিত্য এবং
- শান্তি ।
- ১৯০১ সালে নোবেল পান –
- ভিলহেল্ম কনরাড রন্টজেন ( পদার্থবিজ্ঞান , X -Ray আবিষ্কারের জন্য )
- ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ ( রসায়ন )
- এমিল ভন বেহরিং ( চিকিৎসা শাস্ত্র )
- সুলি প্রুধোম (সাহিত্য)
- হেনরি ডুনান্ট এবং ফ্রেদেরিক পাসি (শান্তি)
- প্রথম অর্থনীতিতে নোবেল পান ১৯৬৯ সালে – রাগ্নার ফ্রিশ এবং ইয়ান টিনবার্গেন |
- নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয় ।
- সুইডেনের স্টকহোম থেকে নোবেল দেওয়া হয় শুধু মাত্র শান্তিতে নোবেল ছাড়া । শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের অসলো থেকে |
কিছু গুরুত্বপূর্ণ নোবেল প্রাপক
মেরি কুরি ( প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পান )
- পদার্থবিজ্ঞান: ১৯০৩ (তেজস্ক্রিয়তা আবিষ্কার)
- রসায়ন: ১৯১১ (বিশুদ্ধ রেডিয়াম পৃথকীকরণ)
লিনাস পাউলিং ( একমাত্র নোবেল লরিয়েট যিনি এককভাবে দুটি বিভাগে নোবেল পান )
- রসায়ন: ১৯৫৪ (অরবিটাল সংকরণ তত্ত্ব)
- শান্তি: ১৯৬২ (নিউক্লিয় শক্তির পরীক্ষা নিষিদ্ধকরণ আইনের বাস্তবায়নের জন্য প্রচেষ্টা)
ফ্রেডরিক স্যাঙ্গার ( রসায়নে ২ বার নোবেল প্রাপ্ত একমাত্র নোবেল লরিয়েট )
- রসায়ন: ১৯৫৮ (ইনসুলিন অণুর গঠন আবিষ্কার)
- রসায়ন: ১৯৮০ (ভাইরাসের নিউক্লিওটাইডের ধারা আবিষ্কার)
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস
- সবথেকে বেশি সংখ্যক নোবেল প্রাপক আন্তর্জাতিক সংস্থা ।
জর্জ বার্নার্ড শ এবং বব ডিলান
- নোবেল পুরস্কার এবং অস্কার অ্যাওয়ার্ড দুটোই পেয়েছেন .
আরো দেখে নাও : নোবেল পুরস্কার ২০২০ | Nobel Prize 2020 । PDF
নোবেল জয়ী ভারতীয়দের তালিকা
বছর | নোবেলজয়ী | বিষয় | নাগরিকত্ব |
১৯০২ | রোনাল্ড রস | চিকিৎসা | ভারতে জন্মগ্রহনকারী ব্রিটিশ নাগরিক |
১৯০৭ | রুডইয়ার্ড কিপলিং | সাহিত্য | ভারতে জন্মগ্রহনকারী ব্রিটিশ নাগরিক |
১৯১৩ | রবীন্দ্রনাথ ঠাকুর | সাহিত্য | ব্রিটিশ ভারতের নাগরিক |
১৯৩০ | চন্দ্রশেখর ভেঙ্কট রমন | পদার্থবিদ্যা | ব্রিটিশ ভারতের নাগরিক |
১৯৬৮ | হর গোবিন্দ খোরানা | চিকিৎসা | ভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক |
১৯৭৯ | মাদার টেরিজা | শান্তি | আলবেনিয়ায় জন্ম নেয়া ভারতীয় নাগরিক |
১৯৮৩ | সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর | পদার্থবিদ্যা | ভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক |
১৯৯৮ | অমর্ত্য সেন | অর্থনীতি | ভারতের নাগরিক |
২০০১ | বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল | সাহিত্য | ভারতীয় বংশোদ্ভুত ক্যারিবিয় নাগরিক |
২০০৯ | ভেঙ্কটরমন রামকৃষ্ণণ | রসায়ন | ভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক |
২০১৪ | কৈলাশ সত্যার্থী | শান্তি | ভারতের নাগরিক |
২০১৮ সালের নোবেল প্রাপকদের তালিকা
চিকিৎসাবিজ্ঞান | ||
যুক্তরাষ্ট্রের জেমস পি. এলিসন | জাপানের তাসুকু হনজো | |
ক্যান্সারের কোষগুলিকে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারাই আক্রমণ করে প্রতিহত করার পদ্ধতি আবিস্কার করার জন্য নোবেল পান |
পদার্থবিজ্ঞান | ||
যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশকিন | ফরাসী জেরার মুরু | কানাডার ডোনা স্ট্রিকল্যান্ডের |
চোখের চিকিৎসার ক্ষেত্রে ছোট ছোট কণা, পরমাণু, ভাইরাস ও অন্যান্য জীবন্ত কোষ ধরার অপটিক্যাল টুইজারস আবিষ্কারের জন্য | লেজার রশ্মিকে প্রসারিত ও বিবর্ধিত করে পুনরায় সংকুচিত করার মাধ্যমে সবচেয়ে তীব্রতা সম্পন্ন ও শক্তিশালী লেজার পালস সৃষ্টি করা |
শান্তি | |
কঙ্গোর দেনিস মুকওয়েজি | ইরাকের নাদিয়া মুরাদ |
কঙ্গোতে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসার জন্য | ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি গোষ্ঠীর একজন অ্যাডভোকেট এবং নারীর মানবাধিকার নিয়ে তিনি কাজ করছেন |
অর্থনীতি | |
যুক্তরাষ্ট্রের উইলিয়াম নর্ডহাউস | যুক্তরাষ্ট্রের পল রোমার |
জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে |
রসায়ন | ||
যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস এইচ আরনল্ড | যুক্তরাষ্ট্রের জর্জ পি স্মিথ | ব্রিটিশ স্যার গ্রেগরি পি উইন্টার |
বিবর্তনবাদের ধারণা গবেষণাগারে প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার পথ দেখানোর জন্য |
* সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার ২০১৮ সালে সাহিত্যে কাউকে নোবেল পুরস্কার দেয়া হয়নি।
২০১৯ সালের নোবেল প্রাপকদের তালিকা
পদার্থবিজ্ঞান
- মিশেল মাইয়র (সুইজারল্যান্ড)
- জিম পিবল্স (কানাডীয়-মার্কিনী)
- দিদিয়ে কেলোজ (সুইজারল্যান্ড)
- ভৌত বিশ্বতত্ত্ব নামক জ্ঞানের শাখায় একাধিক তাত্ত্বিক আবিষ্কার এবং সৌরজগতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কারের জন্য
অর্থনীতি
- অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (যুক্তরাষ্ট্র)
- এস্তের দুফ্লো (ফ্রান্স, যুক্তরাষ্ট্র)
- মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)
- বিশ্ব জুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে পরীক্ষানীরিক্ষামূলক কাজের স্বীকৃতি স্বরূপ
চিকিৎসাবিজ্ঞান
- গ্রেগ এল. সেমেনজা (যুক্তরাষ্ট্র)
- পিটার জে. র্যাটক্লিফ (যুক্তরাজ্য)
- উইলিয়াম কায়েলিন জুনিয়র (যুক্তরাষ্ট্র)
- শরীরে কোষগুলো কীভাবে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে খাপ খায় তা নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পেয়েছেন
শান্তি
- আবি আহমেদ (ইথিওপিয়া)
- শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাঁকে এ পুরস্কার দেয়া হয়েছে।
রসায়ন
- জন বি. গুডএনাফ (যুক্তরাষ্ট্র)
- আকিরা ইয়োশিনো (জাপান)
- এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য)
- লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতির জন্য
সাহিত্য
- পিটার হ্যান্ডকে (অস্ট্রিয়া)
- ভাষাগত দক্ষতার মাধ্যমে মানুষের অভিজ্ঞতার পরিধি এবং বৈশিষ্ট্য অনুসন্ধানে গুরত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালে পিটার হ্যান্ডকে নোবেল পুরস্কার পেলেন।
- **** উল্লেখ্য যে ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের ঘোষণা এবারে করা হয় এবং ২০১৮ সালে সাহিত্যে নোবেলের জন্য ২০১৯ সালের ওলগা টোকারচুক -এর নাম ঘোষণা করা হয় ।
আরো দেখে নাও : নোবেলজয়ী ভারতীয়দের তালিকা – List of Nobel Winners of India – PDF
To check our latest Posts - Click Here