সাধারণ জ্ঞান MCQ – সেট ১৯
Static GK MCQ – Set 19
৮২১. হৃৎপিন্ড কোনটি দ্বারা আবৃত থাকে ?
(A) প্রোটিন
(B) সেলুলোজ
(C) পেরিকার্ডিয়াম
(D) মায়োকার্ডিয়াম
৮২২. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় –
(A) টেলি মেডিসিন
(B) ডিজিট মেডিসিন
(C) ই-মেডিসিন
(D) ডট মেডিসিন
৮২৩. কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি ?
(A) রাশিয়া
(B) সৌদি আরব
(C) লিবিয়া
(D) কুয়েত
৮২৪. কোন রেল দুর্ঘটনার পর লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ?
(A) অমৃতসর রেল দুর্ঘটনা
(B) অ্যারিয়ালুর রেল দুর্ঘটনা
(C) গোরখপুর রেল দুর্ঘটনা
(D) ফিরোজাবাদ দুর্ঘটনা
৮২৫. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
আসাম, বিহার , ঝাড়খন্ড , সিকিম, ওড়িশা
৮২৬. দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) কর্ণাটক
(D) আসাম
৮২৭. ডেনমার্কের রাজধানী হল
(A) স্টকহোম
(B) হ্যানয়
(C) কোপেনহেগেন
(D) মস্কো
৮২৮. পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগজ্যোতিষ্পুর নামে পরিচিত ছিল ?
(A) এলাহাবাদ
(B) গুয়াহাটি
(C) পাটনা
(D) দিল্লী
৮২৯. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) হায়দ্রাবাদ
(B) চেন্নাই
(C) তিরুবনন্তপুর
(D) ব্যাঙ্গালুরু
৮৩০. আহমেদাবাদ-কে বলা হয় –
(A) কালো হীরের ল্যান্ড ( Land of Black Diamond )
(B) ভারতের বোস্টন ( Boston of India )
(C) ভগবানের ঘর ( Adobe of God )
(D) প্রধানমন্ত্রীর শহর ( City of Prime Ministers )
To check our latest Posts - Click Here