গান্ধী কুইজ – গান্ধীজি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
Quiz on Mahatma Gandhi
গান্ধী কুইজ – গান্ধীজি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
আজ দোসরা অক্টোবর – গান্ধী জয়ন্তী | ১৮৬৯ সালে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে আজকের দিনে গান্ধীজি জন্মগ্রহণ করেন | আজকের এই স্বরণীয় দিনে বাংলা কুইজের পক্ষ থেকে গান্ধীজি সম্পর্কিত একটু অন্য ধরণের প্রশ্ন পোস্ট করা হল | আশা করছি আপনাদের ভালো লাগবে |
৮১১. মহাত্মা গান্ধী ১৯৪২ সালের ৮ই আগস্ট গৌলিয়া ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান “Do or Die” প্রথম বারের জন্য ব্যবহার করেন । গৌলিয়া ট্যাঙ্ক ময়দানের সাথে ভারতের কোন শহর যুক্ত ?
(A) অমৃতসর
(B) মুম্বাই
(C) নতুন দিল্লি
(D) সুরাট
৮১২. নিম্নলিখিত কোন আন্দোলনে মহাত্মা গান্ধী মন্তব্য করেছিলেন “নতজানু হয়ে আমি চেয়েছিলাম রুটি কিন্তু পরিবর্তে পেলাম পাথর (on bended knees I asked for bread and received stone instead ) ” ?
(A) খিলাফত আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) ডান্ডি মার্চ
(D) ভারত ছাড়ো আন্দোলন
৮১৩. শক্ত-সমর্থ হবে জন্য গান্ধীজিকে কে মাংস খাবার উপদেশ দিয়েছিলেন ?
(A) শেখ মেহতাব
(B) কারসন দাস
(C) লক্ষ্মী দাস
(D) মহম্মদ আলী জিন্নাহ
৮১৪. কোন পৌরাণিক চরিত্রটি জীবনে চলার পথে গান্ধীজিকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল ?
(A) হরিশচন্দ্র
(B) অশোক
(C) বিক্রমাদিত্য
(D) কৃষ্ণ
৮১৫. গান্ধীজী তাঁর প্রাথমিক শিক্ষা কোথায় পেয়েছিলেন ?
(A) সুদামপুর
(B) বিকানের
(C) পোরবন্দর
(D) রাজকোট
৮১৬. স্কুল ইন্সপেক্টর ক্লাসে যখন ডিকটেশন দিচ্ছিলেন তখন গান্ধীজি কোন বানানটি ভুল করেছিলেন ?
(A) School
(B) Kettle
(C) Uniform
(D) Umbrella
৮১৭. শৈশবে গান্ধীজীর ডাক নাম কি ছিল ?
(A) মনু
(B) মানু বা মনিয়া
(C) সোনা
(D) মহু
৮১৮. গান্ধীজির পিতা কোন পেশার সাথে যুক্ত ছিলেন ?
(A) কৃষক
(B) দেওয়ান
(C) দোকানদার
(D) তেহসিলদার
৮১৯. নিচের কোনদুটিকে গান্ধীজি তাঁর দুটি ফুসফুসের সাথে তুলনা করেছিলেন ?
(A) অহিংসা ও শান্তি
(B) অহিংসা ও সত্য
(C) সত্য ও শান্তি
(D) ব্রহ্মচার্য ও ত্যাগ
৮২০. কে গান্ধীজির ডান্ডি মার্চ সম্পর্কে বলেছিলেন যে “রামচন্দ্রের লঙ্কা অভিযানের মত গান্ধীজির মিছিল স্বরণীয় হয়ে থাকবে ” ?
(A) মতিলাল নেহরু
(B) সরোজিনী নাইডু
(C) জওহরলাল নেহরু
(D) বল্লভভাই প্যাটেল
আরো দেখে নাও : [ মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi ]
To check our latest Posts - Click Here