WBP Constable Exam 2018 – Answer Key
WBP Constable Exam 2018 – Answer Key in Bengali ( Only General Awareness Part )
৭৬১. রাশিয়ার মুদ্রার নাম কি ?
(A) রুবেল
(B) কিনা
(C) ইউরো
(D) রিয়েল
৭৬২. টেলিভিশনের আবিস্কারক কে ছিলেন ?
(A) সোলেস
(B) জন নেপিয়ার
(C) জে. এল. বেয়ার্ড
(D) শকলে
৭৬৩. নিম্নের কোনটি তাপ পরিমাপের একক ?
(A) জুল
(B) নিউটন
(C) ভোল্ট
(D) ফ্লাস্ক
৭৬৪. “হুতোম প্যাঁচা” ছদ্মনামে কে পরিচিত ?
(A) শরৎচন্দ্র চট্টপাধ্যায়
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) মাইকেল মধুসূদন দত্ত
(D) কালীপ্রসন্ন সিংহ
৭৬৫. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে “বুলন্দ দরওয়াজা” নির্মাণ করা হয়েছিল ?
(A) গুজরাট
(B) বাংলা
(C) বিহার
(D) দাক্ষিণাত্য
৭৬৬. যোজনা কমিশনের (Planning Commission) পরিবর্তে নিচের কোনটি কাজ করছে ?
(A) নীতি আয়োগ
(B) অর্থ কমিশন
(C) লোকপাল
(D) লোকায়ুক্ত
৭৬৭. “সিটি অফ প্যালেস” ( City of Palaces) কাকে বলা হয় ?
(A) কলকাতা
(B) হায়দ্রাবাদ
(C) দিল্লী
(D) জয়পুর
৭৬৮. “লেক্সিকোগ্রাফি” ( Lexicography ) কথাটি কিসের সাথে যুক্ত ?
(A) আলংকারিক লিখন ( Decorative Writing )
(B) প্রাচীন দেহাবশেষ ( Ancient Remains )
(C) অভিধান সংকলন ( Compilation of Dictionary )
(D) অনুশাসন ( Edicts )
৭৬৯. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেছিলেন ?
(A) এনি বেসান্ত
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) পদ্মনাভন
(D) পিঙ্গালি ভেঙ্কাইয়া
৭৭০. “কাপড় কাচার সোডা” ( Washning Soda ) হল –
(A) সোডিয়াম ক্লোরাইড
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) সোডিয়াম বাই কার্বনেট
(D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
৭৭১. ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের ( Industrial Robot ) নাম কি ?
(A) BRABO
(B) FANUC
(C) COMAU
(D) OTOMAN
৭৭২. “রোহিঙ্গারা” কোথাকার অধিবাসী ?
(A) মায়ানমার
(B) ভুটান
(C) তিব্বত
(D) ফিলিপিন্স
৭৭৩. কোন ভারতীয় ২০১৮ সালে ম্যাগসাইসাই ( Magsaysay ) পুরস্কার লাভ করেন ?
(A) সোনাম ওয়াংচুক
(B) ওয়াই. সি. দেবেশ্বর
(C) যোগী আদিত্যনাথ
(D) প্রণব মুখার্জী
৭৭৪. হাইড্রোপনিক্স ( Hydroponics ) কথাটি কিসের সাথে যুক্ত ?
(A) জল
(B) বংশ পরম্পরা
(C) ইড্রোজেন যুক্ত যৌগ
(D) মাটি ছাড়া গাছ উৎপাদন
৭৭৫. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ?
(A) রাজা রামমোহন রায়
(B) চিত্তরঞ্জন দাস
(C) মতিলাল নেহেরু
(D) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
৭৭৬. পথের পাঁচালীর রচয়িতা কে ?
(A) সত্যজিৎ রায়
(B) বুদ্ধদেব গুহ
(C) আশাপূর্ণা দেবী
(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৭৭৭. দিল্লীর প্রাচীন নাম কি ছিল ?
(A) পাটলিপুত্র
(B) ইন্দ্রপ্রস্থ
(C) গোয়া
(D) অযোধ্যা
৭৭৮. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল –
(A) হিমালয়
(B) আরাবল্লী
(C) বিন্ধ্য
(D) নীলগিরি
৭৭৯. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র “দক্ষিণ গঙ্গোত্রী” কোথায় অবস্থিত ?
(A) ভারত মহাসাগর
(B) আরব সাগর
(C) আন্টার্কটিকা
(D) হিমালয়
৭৮০. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ( United Nations ) নিরাপত্তা পরিষদে ( Security Council ) স্থায়ী সদস্য ( Permanent Member ) দেশের সংখ্যা কটি ?
(A) ৬
(B) ১০
(C) ৫
(D) ৪
চীন, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, আমেরিকা
৭৮১. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(A) ১৯২৪
(B) ১৯৫৮
(C) ১৯৫০
(D) ১৯৩০
উরুগুয়েতে হয়েছিল
৭৮২. স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল –
(A) কলকাতা
(B) পাটনা
(C) ইন্দোর
(D) চেন্নাই
৭৮৩. ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(A) অস্ট্রিয়া
(B) ফিনল্যাণ্ড
(C) দক্ষিণ কোরিয়া
(D) রাশিয়া
৭৮৪. অজন্তা গুহাচিত্র কোন সময়কার ?
(A) মৌর্য বংশ
(B) রাষ্ট্রকূট বংশ
(C) গুপ্ত বংশ
(D) পাল বংশ
৭৮৫. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
(A) জাহাজ
(B) চিতাবাঘ
(C) ম্যাগলেভ ( Maglev )
(D) বুলেট ট্রেন ( Bullet Train )
To check our latest Posts - Click Here